মক্কায় হজ যাত্রীদের আসা শুরু
হজ্জ যাত্রীদের জন্য সীমিত পরিসরে মক্কা নগরী খুলে দেয়া হয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবছর হজ্জের জন্য শুধু সৌদি আরবে বসবাসরত এক হাজার জনকে অনুমতি দেয়া হয়েছে। হাজার জনের মধ্যে ৭০০ জনই সৌদিতে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিক।
আরব আমিরাতের আব্দুল্লাহ আল কাথিরি গতবছর তার বিয়ের জন্য হজের পরিকল্পনা স্থগিত করেন। তিনি বলেন, 'বিগত বছরগুলোতে প্রচুর জনসমাগম হওয়া সত্ত্বেও সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হতো শুনেছি। এবার সীমিত পরিসরে হওয়ায় হজ্জপালন আরও সুবিধাজনক হবে। একটি বড় অভিজ্ঞতা হবে আমার জন্য।'
সৌদিতে বসবাসরত বুলগেরিয়ান খাদিজা এবছর হজের অনুমতি পাওয়ার পর, কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "এবছর অনুমতি মিলবে আশাই করিনি। আমার বিশ্বাস এবছরের হজ সবদিক থেকেই ব্যতিক্রমী হবে।"
সৌদি আরবের আল কাশিমে অবস্থানরত তিউনিসিয়ান চিকিৎসক ড. হাইফা ইউসুফ হামদুন এ প্রসঙ্গে বলেন, 'অনুমতি মেলার পর আমি আনন্দে বিহ্বল হয়ে যাই এবং বিশ্বাস করতে পারছিলাম না।'
হজ্জ পালনকারীদের স্বাস্থ্যসেবার জন্য গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করেন- আরেক হজযাত্রী আল কাশিমে বসবাসকারী সুদানিজ মু'তাজ মোহাম্মেদ।
হজযাত্রীরা মক্কায় পৌঁছানোর পর, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়। হজ শুরু হওয়ার আগপর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।