অলিম্পিকে ভুল করে দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের উত্তর কোরিয়ার বলে পরিচয় করিয়ে দেয়া হলো
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ক্রীড়াবিদদের ভুল করে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার জন্য অলিম্পিক আয়োজকরা 'গভীর ক্ষমা' চেয়েছেন।
নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে দক্ষিণ কোরিয়ার দলটি যখন সেইন নদীতে ভাসছিল, তখন ফরাসি এবং ইংরেজ উভয় ঘোষক তাদের 'ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া' [উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম] বলে পরিচয় করিয়ে দেন।
তবে টিভিতে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করার সময় সাবটাইটেলে দক্ষিণ কোরিয়ার নাম ঠিকভাবে দেখানো হয়েছিল। পরবর্তীতে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেয়ার সময় সঠিক নাম ব্যবহার করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর থেকেই দুই কোরিয়া বিভক্ত; সম্প্রতি দু'দেশের মধ্যেই উত্তেজনা বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এমন বিব্রতকর ভুলের জন্য 'সরকারি পর্যায়ে ফ্রান্সের কাছে একটি শক্তিশালী অভিযোগ' দায়ের করার পরিকল্পনা করছে।
একটি বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় দেশটির ক্রীড়াবিদদের প্রতিনিধি দলকে উত্তর কোরিয়ার দল হিসেবে পরিচয় করিয়ে দেয়ায় দুঃখ প্রকাশ করেছে। দেশটির দ্বিতীয় সহ-ক্রীড়া মন্ত্রী জ্যাং মি-রান, যিনি ২০০৮ সালের অলিম্পিকে ভারোত্তোলনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখের সাথে বৈঠকের জন্য অনুরোধ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ [কোরিয়ান ভাষার অফিসিয়াল অ্যাকাউন্ট] ক্ষমা চেয়ে লিখেছে, "উদ্বোধনী অনুষ্ঠানের সময় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলকে পরিচয় করিয়ে দেয়ার সময় যে ভুল হয়েছিল তার জন্য আমরা গভীরভাবে ক্ষমা চাই।"
দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে কোরিয়া প্রজাতন্ত্র নামে পরিচিত। এ বছর প্যারিস অলিম্পিকে দেশটির ১৪৩ জন ক্রীড়াবিদ ২১টি ইভেন্টে অংশ নিচ্ছেন।
উত্তর কোরিয়ার ১৬ জন ক্রীড়াবিদ এবার অলিম্পিকে অংশ নিয়েছেন। ২০১৬ সালের রিও অলিম্পিকের পর প্রথমবারের মতো দেশটির ক্রীড়াবিদরা অলিম্পিকে অংশ নিয়েছেন।