জুলাই অভ্যুত্থানে আহতদের কাল থেকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড
আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের স্বাস্থ্য কার্ড দেওয়া শুরু করবে সরকার।
এ কার্ডধারীরা সারাদেশের সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন।
স্বাস্থ্য ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টা আহতদের এসব কার্ড হস্তান্তর করবেন।
আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
১৪ নভেম্বর প্রায় শখানেক আহতের সঙ্গে এক বৈঠকে সরকার অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, 'আহতদের একটি ইউনিক আইডি কার্ড দেওয়া হবে, এবং তারা সমস্ত সরকারি হাসপাতাল থেকে আজীবন বিনামূল্যে পরিষেবা পাবেন।'
এছাড়াও তারা রাষ্ট্রের সঙ্গে চুক্তি থাকা বেসরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে সেবা পাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, 'সব সরকারি হাসপাতালে আহতদের জন্য বিশেষ শয্যা বরাদ্দ করা হবে এবং ঢাকায় হাসপাতালগুলোর একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে।'