প্রয়োজনে সড়ক পরিবহন আইনের সংস্কার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বলেছেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করে সুপারিশ দেওয়া হতে পারে যাতে এটি সবার কাছে গ্রহণযোগ্য হয়।
সড়ক পরিবহন আইন-২০১৮ সংসদে পাস হলেও পরিবহন শ্রমিক ও মালিক নেতাদের উত্থাপিত বিভিন্ন দাবির কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তাই প্রতিবেশি দেশগুলোতে এই জাতীয় আইন প্রয়োগের পর্যালোচনা করে আইনটি সংশোধন করা যেতে পারে বলে জানালেন মন্ত্রী।
সচিবালয়ে সড়ক পরিবহন আইন-২০১৮-এর প্রায়োগিক দিক নিয়ে মতামত প্রদানের জন্য গঠিত সাব-কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
সাব-কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
আনিসুল হক বলেন, “আইনটি যাতে সর্বজনীন হয় সেটা আমরা চাই। সব দিক বিবেচনা করে আমরা সুপারিশ করব। সে অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কাউন্সিল চাইলে পুনরায় আইনি সংশোধনের জন্য সংসদে পাঠাতে পারে।”
সাব-কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রতিবেশি দেশগুলোর আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপারিশসহ আইনটি সড়ক পরিবহন কাউন্সিলকে পাঠানো হবে।
বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত বা কোনো ব্যক্তির মৃত্যুর জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে গত বছরের ১৯ সেপ্টেম্বর সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়।