‘দ্য ক্লাউন’কে ফিকশন তকমা দেওয়ার কোনো ‘পরিকল্পনা নেই’ নেটফ্লিক্সের
আলোচিত ওয়েব সিরিজ 'দ্য ক্রাউন'কে ফিকশন বা কল্পকাহিনি হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। ভ্যারাইটি ম্যাগাজিন এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত সপ্তাহে যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব অলিভার ডডেন এক সাক্ষাৎকারে সিরিজটিকে ফিকশন হিসেবে চিহ্নিত করার দাবি জানান। তিনি বলেন, তা না হলে এক প্রজন্মের দর্শক এই সিরিজে দেখানো ঘটনাগুলোকে সত্য বলে ধরে নিতে পারে।
সেই দাবির প্রতি অবশ্য দ্বিমত জানিয়েছে নেটফ্লিক্স। সিরিজটির ফিকশনালাইজড ধরন সম্পর্কে দর্শক ইতোমধ্যেই অবগত বলে বিশ্বাস তাদের।
"'দ্য ক্রাউন'কে আমরা বরাবরই একটি নাটক হিসেবে উপস্থাপন করেছি। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে এই সিরিজ তৈরি করা হয়েছে, এটি যে বোঝা যাবে, এ ব্যাপারে আমাদের সব সদস্যই আত্মবিশ্বাসী," ভ্যারাইটিকে বলেন নেটফ্লিক্সের এক মুখপাত্র। 'এ কারণে এ ধরনের (ফিকশন) কোনো ঘোষণা সংযুক্ত করার কোনো পরিকল্পনা আমাদের নেই; সেটির প্রয়োজনও দেখছি না।'
বলে রাখা ভালো, ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলের নানা ঘটনা অবলম্বনে বানানো হয়েছে 'দ্য ক্রাউন'।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন