‘এতোদিন বাঁ হাতের ভেল্কি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্কের’
ক্রিকেটে আব্দুর রাজ্জাকের সঙ্গে মাশরাফির পথচলা দীর্ঘদিনের। জাতীয় দলেও এক সঙ্গে দুজন পাড়ি দিয়েছেন লম্বা পথ। ক্রিকেট ছাপিয়ে তাদের বন্ধুত্বের প্রগাঢ়তা দিন দিন বেড়েই এসেছে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এখনও খেলে চলেছেন। এর মাঝেই নতুন দায়িত্ব মিলেছে রাজ্জাকের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে বাঁহাতি এই স্পিনারকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দল নির্বাচনে কাজ করবেন রাজ্জাক। বন্ধুর সফলতায় দারুণ উচ্ছ্বসিত মাশরাফি। সফলতার জন্য শুভ কামনা জানিয়ে রাজ্জাককে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওয়ানডের সফলতম অধিনায়ক।
মাশরাফি তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ।'
এতোদিন বাঁ হাতে স্পিন ভেল্কি দেখিয়ে এসেছেন রাজ্জাক, এবার তার মস্তিষ্কের ভেল্কি দেখা যাবে বলে মনে করেন মাশরাফি, 'এতদিন বাঁ হাতের ভেল্কি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্কের। যা নিয়ে কোনদিনও আমার সংসয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT) (গ্রেট অব অল টাইম)।'
বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন রাজ্জাক। ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। যা বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। দেশের প্রথম স্পিনার হিসেবে ২০০'র বেশি ওয়ানডে উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতেও তৃতীয় ও স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। এই ফরম্যাটে তার শিকার ৪৪ উইকেট।
ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকের বোলিং রীতিমতো বিস্ময় জাগানিয়া। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণিতে ৬০০'র বেশি উইকেট নিয়েছেন তিনি। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচে বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনারের শিকার ৬৩৪ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটেও রাজ্জাকের বোলিং রেকর্ড ঝলমলে। ২৮০টি ম্যাচে নিয়েছেন ৪১২ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি। সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক তার বন্ধু মাশরাফি বিন মুর্তজা।