বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে আরও ৬ জন
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য গত মাসে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দলে আরও ৬ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রাথমিক দল দাঁড়ালো ২৯ সদস্যের।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেল নতুন করে বেন ম্যাকডার্মট, ড্যান ক্রিশ্চিয়ান, ক্যামেরন গ্রিন, অ্যাস্টন টার্নার, ওয়েস অ্যাগার নাথান এলিসকে দলে ডেকেছেন।
পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ যাবে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ ২৫ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ থেকেই বাংলাদেশে আসবে অজিরা।
আগামী ২৭ জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অ্যারন ফিঞ্চের দল। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে ২ আগস্ট সিরিজ শুরু হতে পারে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ দিনে ৫টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা।
অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডার্মট, রাইলি মেরেডিথ, জস ফিলিপে, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর স্যাঙ্গা, ডি'আরচি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।