টিভিতে দেখা যাবে ডিপিএলের সুপার লিগ
শেষের দিকে চলে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। আর দুটি রাউন্ড শেষে শুরু হবে সুপার লিগ পর্ব। ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সুপার লিগের সবগুলো ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যাবে সুপার লিগের খেলাগুলো। সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, 'আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের সুপার লিগের ম্যাচগুলো টি-স্পোর্টস ও জিটিভি যৌথভাবে সরাসরি সম্প্রচার করবে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ইতোমধ্যে বেশ কয়েকটি জমজমাট ম্যাচ দেখতে পেরেছি আমরা। আমি নিশ্চিত দর্শকরা ঘরে বসে সুপার লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারবে।'
লিগ পর্বের ১১ রাউন্ড শেষে শুরু হবে সুপার লিগ। পয়েন্ট টেবিলের সেরা ৬ দল অংশ নেবে এই পর্বে। সুপার লিগের ১৫টি ম্যাচ ১৯, ২০, ২২, ২৩ ও ২৫ জুন অনুষ্ঠিত হবে। মিরপুরে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। কাজী ইনাম বলেন, 'প্রতিদিন ৬ দল তিনটি ম্যাচে অংশ নেবে, সবগুলো খেলা মিরপুরে অনুষ্ঠিত হবে।'
গ্রুপ পর্বের ম্যাচগুলোও দেখার ব্যবস্থা রাখা হয়েছিল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের খেলাগুলো ফেসবুক লাইভে দেখানো হয়েছে। বিকেএসপির ম্যাচগুলো দেখা গেছে পিচ ভিশনের ইউটিউব চ্যানেলে।