প্রিমিয়ার লিগে কোন মৌসুমে কে চ্যাম্পিয়ন
গত ৩১ মে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির পর্দা নেমেছে শনিবার। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো আবাহনী। ঢাকার এই শীর্ষ লিগে ঐতিহ্যবাহী ক্লাবটির এটা ২১তম শিরোপা।
প্রিমিয়ার লিগ সব সময়ই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালে ওয়ানডে ফরম্যাটেই শুরু হয় লিগ। কিন্তু করোনার প্রকোপে আসরটি স্থগিত হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগের আসরটিই (২০১৯-২০) ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করে সিসিডিএম। সংক্ষিপ্ততম ফরম্যাটেও সেরার মুকুট জিতলো আবাহনী। এক নজরে দেখে নেওয়া যাক কোন মৌসুমের চ্যাম্পিয়ন কারা।
রোল অব অনার (সর্বশেষ ১৯ মৌসুম)
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
২০১৯-২০ | আবাহনী লিমিটেড | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব |
২০১৮-১৯ | আবাহনী লিমিটেড | লেজেন্ডস অব রূপগঞ্জ |
২০১৭-১৮ | আবাহনী লিমিটেড | লেজেন্ডস অব রূপগঞ্জ |
২০১৬-১৭ | গাজী গ্রুপ ক্রিকেটার্স | প্রাইম দোলেশ্বর |
২০১৫-১৬ | আবাহনী লিমিটেড | প্রাইম দোলেশ্বর |
২০১৪-১৫ | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | প্রাইম দোলেশ্বর |
২০১৩-১৪ | গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
২০১২-১৩ | লিগ আয়োজন হয়নি | |
২০১১-১২ | ওল্ড ডিওএইচএস | ভিক্টোরিয়া |
২০১০-১১ | আবাহনী লিমিটেড | মোহামেডান স্পোর্টিং ক্লাব |
২০০৯-১০ | মোহামেডান স্পোর্টিং ক্লাব | বাংলাদেশ বিমান |
২০০৮-০৯ | আবাহনী লিমিটেড | সূর্যতরুণ |
২০০৭-০৮ | আবাহনী লিমিটেড | বাংলাদেশ বিমান |
২০০৬-০৭ | আবাহনী লিমিটেড | মোহামেডান স্পোর্টিং ক্লাব |
২০০৫-০৬ | ওল্ড ডিওএইচএস | সোনারগাঁ |
২০০৪-০৫ | ওল্ড ডিওএইচএস | সিটি ক্লাব |
২০০৩-০৪ | লিগ আয়োজন হয়নি | |
২০০২-০৩ | ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | মোহামেডান ও সিটি ক্লাব |
২০০১-০২ | ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব | বাংলাদেশ বিমান |