নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নই, আমি বাবিল: ইরফানপুত্র
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের ধর্ম জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। সেখানে জবাবে বাবিল বলেন, তিনি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নন এবং তিনি 'সবার জন্য।'
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন বাবিল, যেখানে জনৈক ব্যক্তি লিখেছেন- 'ভাই, তুমি কি আসলেই মুসলিম?' জবাবে তিনি লিখেছেন- 'আমি কোনো ধর্মেরই নই, আমি বাবিল।'
ইরফানপুত্র আরও লিখেছেন, 'আমি বাইবেল, কুরআন, ভগবদ গীতা পড়েছি এবং এই মুহূর্তে গ্রন্থ সাহিব পড়ছি। আমি সবার জন্য। আমরা কীভাবে একে অপরের বিকাশ ঘটাতে সাহায্য করবো সেটাই সকল ধর্মের মূল বিষয়।'
অতীতেও বাবিল 'কোনো ধর্ম ছাড়াই বেড়ে ওঠা' নিয়ে কথা বলেছিলেন। গত বছর ইনস্টাগ্রামে আরেক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে বাবিল লিখেছিলেন- 'আমি হোলি, দিওয়ালি, রক্ষাবন্ধন ও ঈদের উৎসবও পালন করেছি, আমি গীর্জায় গিয়েও নিজের শ্রদ্ধা জানিয়েছি। আমি মানুষকে ভালোবাসি এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।'
গত বছর বাবিল ইনস্টাগ্রামে লিখেছিলেন তিনি একজন 'মানুষ' যে কিনা তার ধর্মের ভিত্তিতে কেউ তাকে বিচার করুক তা চান না। বাবিল লিখেছিলেন, 'আমি চাইনা কেউ আমাকে আমার ধর্ম দিয়ে বিচার করুক। আমি আমার ধর্ম নই, আমি মানুষ, ভারতের অন্য সব মানুষের মতোই একজন মানুষ।'
আনভিতা দত্তের 'কালা' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে নিজের অভিষেক ঘটানোর অপেক্ষায় আছেন বাবিল খান। তার সহশিল্পী হিসেবে আরও থাকছেন তৃপ্তি দিমরি।
চলচ্চিত্রটি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই দ্বিতীয় প্রজেক্টের কাজে হাত দিয়ে ফেলেছেন বাবিল। সুজিত সরকার পরিচালিত আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
গত মাসেই বাবিল কলেজের পড়া ছেড়ে দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে অধ্যয়নরত ছিলেন তিনি।
- সূত্র: হিন্দুস্তান টাইমস