সুপার লিগ প্রকল্প এখনও জীবিত: বার্সেলোনা প্রেসিডেন্ট
প্রতিষ্ঠাতা ক্লাবদের প্রায় সবাই অনেক আগেই নাম প্রত্যাহার করে নিলেও সুপার লিগ প্রকল্প এখনো জীবিত আছে বলে জানিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
গত এপ্রিলে উয়েফাকে ভেঙে নতুন ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। ব্যাপক জনরোষের শিকার হলে দুইদিনের মধ্যেই এই প্রকল্প থেকে অব্যাহতি নেয় নয়টি ক্লাব। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বার্সা এখনো এই প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেনি।
অন্য নয় ক্লাবই এই ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে উয়েফার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু লাপোর্তা জানান, বার্সা এখনো এই পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।
টেলিভিশন চ্যানেল এসপোর্ট থ্রি'কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, "প্রকল্পটি এখনো জীবিত। যে তিনটি ক্লাব এখনো এই প্রকল্পের পক্ষে, তারা আদালতে সব মামলায় জিতেছে। উয়েফা এটা বন্ধ করতে পারবে না। এই পরিকল্পনার পেছনে থাকা ইংলিশ ক্লাবগুলোর ওপর যে চাপ দেওয়া হয়েছিল, তাতেও কোনো কাজ হয়নি। এটা ঠিক, তা (প্রকল্পটি) আরও ভালভাবে উপস্থাপন করা যেত।"
সাক্ষাৎকারে লাপোর্তা আরও জানান, এই অর্থনৈতিক দুর্দশার মাঝেই গত মার্চে আবারও নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল বার্সা।
এদিকে ইএসএল গঠনের পরিকল্পনায় জড়িত থাকার পাঁচ মাসের মধ্যেই টটেনহাম হটস্পার চেয়ারম্যান ড্যানিয়েল লেভিকে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) নির্বাহী বোর্ডে জায়গা দেওয়া হয়েছে। বোর্ডে লেভির সঙ্গে যোগ দিবেন ইন্টার মিলান ও অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিনিধিরা। এই দুই ক্লাবও সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্য।
সুপার লিগ কাণ্ডের পর সবকটি প্রতিষ্ঠাতা ক্লাব ইসিএ থেকে পদত্যাগ করলেও গত মাসে তাদের মধ্যে নয়টি ক্লাবই আবার আনুষ্ঠানিকভাবে ইসিএতে ফিরে এসেছে।
সুপার লিগ কাণ্ডের পূর্বে জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লি ইসিএ'র চেয়ারম্যান এবং উয়েফার ক্ষমতাসীন নির্বাহী কমিটির সদস্য ছিলেন। জেনেভায় ইসিএ'র সাধারণ পরিষদ সভার দ্বিতীয় দিনে লেভিকে নির্বাচিত করা হয়েছে।
- সূত্র: দ্য গার্ডিয়ান