বিমানবালাদের আবেদনময়ী পোশাক বাতিল করল ইউক্রেনের এয়ারলাইনস
পেন্সিল স্কার্ট বা হাই হিল নয়, তার বদলে ঢিলেঢালা ট্রাউজার-জ্যাকেট পরেই দায়িত্ব পালন করতে পারবেন ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনসের বিমানবালারা।
ইউক্রেনের 'স্কাইআপ এয়ারলাইনস' ইউরোপের মধ্যে সবচেয়ে সস্তায় বিমান ভ্রমণের সুবিধা দেয়। এটিই ওই দেশের সবচেয়ে বড় এয়ারলাইনস।
সম্প্রতি স্কাইআপ এয়ারলাইনস তাদের পুরনো ইউনিফর্ম ছেড়ে আরও আরামদায়ক পোশাক ব্যবহার করার ঘোষণা দেয়। যদিও ইউরোপে এমন ঘটনা নতুন নয়, তবে ইউক্রেনবাসীর কেউ কেউ মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির পুরনো ঐতিহ্য মুছে ফেলা হচ্ছে।
অবশ্য স্কাইআপ এয়ারলাইনসে কর্মরত দারিয়া সলোমেনায়ার (২৭) কাছে এটি খুবই স্বস্তির ব্যাপার। তিনি বলেন, '১২ ঘণ্টা নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে থাকা! কিয়েভ যাও, সেখান থেকে আবার জাঞ্জিবার যাও, আবার ফিরে আসো! এই পুরো সময়টায় যদি হিল পরে থাকতে হয়, এর পরে আর হাঁটাচলা করা প্রায় অসম্ভব।'
'অথবা ধরুন, একটা বিমানকে পানিতে জরুরি অবতরণ করতে হলো। সবাই ছোটাছুটি করছে, যাত্রীদের এক্সিট দরজা খুলে দিতে হবে আমাদের। ঐ অবস্থায় পেন্সিল হিল পরে কাজ করব কীভাবে?' প্রশ্ন করেন দারিয়া।
স্কাইআপ তাদের ক্রুদের মধ্যে একটি জরিপ চালায়। জরিপে দেখা যায়, নারীকর্মীরা হাইহিল, টাইট ব্লাউজ ও পেন্সিল স্কার্ট পরতে পরতে বিরক্ত। দীর্ঘদিন ধরে এই ইউনিফর্ম পরার কারণে অনেকেরই পায়ের নখ ও আঙুল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
বিমানবালাদের পোশাকের ক্ষেত্রে এতকাল যে মানদণ্ড মানা হতো, বর্তমানে একাধিক এয়ারলাইনস সেসব নিয়ম বাদ দিয়েছে। এই যেমন, ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মেকআপ ছাড়াই কর্মস্থলে আসার অনুমতি দিয়েছে। জাপান এয়ারলাইনস বাধ্যতামূলক হাই-হিল পরার নিয়ম বাতিল করেছে এবং পেন্সিল স্কার্টের বদলে ট্রাউজার পরার অনুমতি দিয়েছে। এছাড়াও, নরওয়েজিয়ান এয়ার তাদের নারীকর্মীদের ফ্ল্যাট জুতা পরার অনুমতি দিয়েছে। বাধ্যতামূলক মেকআপ করার নিয়মও সেখানেও থাকছে না।
ইউক্রেনের এই কম বাজেটের এয়ারলাইনস তাদের নারীকর্মীদের কমলারঙা জ্যাকেট ও ট্রাউজার পরতে বলেছে। স্কাইআপের হেড অব মার্কেটিং মারিয়ানা গ্রিগরাশ বলেন, 'একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাজ তো রোমান্টিক কিছু নয়। এটা কঠিন কাজ। আমরা আমাদের নারীদের যৌনতাসূচক ও আমোদপূর্ণ হিসেবে দেখতে চাই না।'
জেন্ডার বিশেষজ্ঞ ওলেনা স্ট্রেলনিক মনে করেন, বহু বছর ধরে এয়ারলাইনসগুলো নারীকর্মীদের বাহ্যিক সৌন্দর্য্যকে নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করেছে। বিনিময়ে নারীদের স্বাস্থ্যের ক্ষতি হয়েছে এবং তারা স্বস্তিতে কাজ করতে পারেননি।
বহু বছর ধরে ইউক্রেনে নারীদের শারীরিক সৌন্দর্য্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির পরিবেশ নাটকীয়ভাবে বদলে যায়। ওলেনা স্ট্রেলনিক বিশ্বাস করেন, ইউক্রেন ইতোমধ্যেই তাদের প্রথাগত পুরুষতান্ত্রিক নিয়মগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।
-
সূত্র: বিবিসি