বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে ওমান
আর মাত্র কয়েক মুহূর্ত, এরপরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটে-বলের লড়াই। আসরটির উদ্বোধনী ম্যাচে মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির (পিএসজি) মুখোমুখি হচ্ছে স্বাগতিক ওমান।
শক্তিতে কিছুটা এগিয়ে থাকা ওমান টসে জিতেছে। টস জিতে পিএনজিকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে।
উইকেট শুষ্ক থাকায় আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওমান অধিনায়ক। টসের সময় তিনি জানান, দুপুরের গরমে স্পিনারদের কাছ থেকে সেরাটা নিতে আগে বোলিং বেছে নিয়েছেন তিনি। পিএনজির অধিনায়ক আসাদ ভালা জানান, টসে জিতলে তারাও আগে ফিল্ডিং করতেন।
ওমানের টি-টোয়েন্টি পরিসংখ্যান সমৃদ্ধ না হলেও পিএনজির থেকে তাদেরকেই এগিয়ে রাখা হচ্ছে এই ম্যাচে। করোনা পরবর্তী সময়ে টানা ১০টি ম্যাচ হেরেছে পিএনজি। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা।
ওমান একাদশ: নাসিম খুশি (উইকেটরক্ষক), আকিব ইলিয়াস, যতিন্দর সিং, সন্দীপ গৌড়, কাশ্যিপ প্রজাপতি, জীশান মাকসুদ (অধিনায়ক), খাওয়ার আলী, আয়ান খান, বিলাল খান, কালিমুল্লাহ ও মোহাম্মদ নাদিম।
পিএনজি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), টনি উরা, সিজে আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেসে বাউ, সাইমন আতাই, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পোকানা, ড্যামিয়েন রাভু ও কবুয়া মোরিয়া।