‘কাল বাংলাদেশের দুটি হার দেখেছি’
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি ৬ রানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশ যখন ম্যাচ হারছিল, রংপুরের পীরগঞ্জে তখন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন জলছিল। অন্তত ১৮টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের হারে দিনে এমন ঘটনায় মর্মাহত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির ভাষায়, একই দিনে বাংলাদেশের দুটি হার। বাংলাদেশ দলের হারে কষ্ট পেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনায় হৃদয় ভেঙে চুরমার মাশরাফির।
ফেসবুকে নিজের ফেরিফাইড পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, 'কাল দুইটা হার দেখেছি। একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আরেকটি পুরো বাংলাদেশের, যেটায় হৃদয় ভেঙে চুরমার। এই লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো সপ্ন, কতো কষ্টার্জিত জীবনযুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।'
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 'ধর্ম অবমাননা'র গুজব তুলে রংপুরের পীরগঞ্জে প্রায় ১৮টি হিন্দু বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রোববার রাত ১০টার দিকে রংপুরে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের উত্তর করিমপুর কসবা মাঝিপাড়ায় এই ঘটনা ঘটে।
এর আগে, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিতোষ রায় নামে ১৬ বছরের এক কিশোরের ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে কথিত 'কোরআন অবমাননা'র ঘটনার পর দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ, মন্দির, বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।