‘ধর্মের জন্য কাউকে আক্রমণ করার চেয়ে জঘন্য কিছু নেই’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সেখানে অন্যরকম উত্তেজনা। হোক সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকি। সবখানেই থাকে লড়াইয়ের ঝাঁঝ। যা মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে। এমন ম্যাচে হারের পর অবস্থাটা কেমন হয়, সেটার আঁচ টের পেয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে হারের পর ভারতীয় সমর্থকরা তাকে পাকিস্তানি বলে ডেকেছিলেন। ধর্মের কারণে শামিকে পাকিস্তানি গুপ্তচর বলেও ডাকেন কেউ কেউ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুণ্ডুপাত চলে ভারতীয় ক্রিকেটারদের। ব্যাট হাতে রান পাওয়া বিরাট কোহলি, ঋষভ পন্ত ও পেসার জাসপ্রিত বুমরাহ ছাড়া বাকিদের চড়ানো হয় সমালোচনার শূলে। আর শামির বেলায় সেটা গিয়ে ঠেকে চরমে। যা বিরাট কোহলিকে রীতিমতো ক্ষুব্ধ করে তুলেছে।
ভারত অধিনায়ক মনে করেন ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করার চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। সমালোনাকারীদের কড়া ভাষায় জবাব দিয়ে কোহলি বলেছেন, 'আমার মনে হয় কারও পক্ষে ধর্মের জন্য অন্যকে আক্রমণ করার চেয়ে জঘন্য আর কিছু নেই। এটাতেই বোঝা যায়, মাঠে আমরাই ভারতকে প্রতিনিধিত্ব করছি। যারা মেরুদণ্ডহীনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বাজে কথা ছড়াচ্ছে, ওরা নয়। ওদের তো সামনাসামনি এসে কিছু বলার মতো সাহসই নেই।'
কোহলির মতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা কখনই উচিত নয়। তার কাছে ধর্ম পবিত্র ও ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে কাউকে আক্রমণ করা মেরুদণ্ডহীন মানুষদের কাজ। ধর্ম ব্যাপারটা বক্তিগতই থাকা উচিত জানিয়ে ভারত অধিনায়ক বলেন, 'ধর্ম খুবই পবিত্র ও ব্যক্তিগত একটা বিষয়; সেভাবেই থাকা উচিত।'
শামির পাশে দাঁড়ানোয় কোহলির প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তিনি বলেন, 'কোহলি এবং ভারতীয় দলের ক্রিকেটাররা যেভাবে শামির পাশে দাঁড়িয়েছে, সেটা দেখে ভালো লাগল। এটা খুব ভালো একটা বিষয়। পরস্পরের পাশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আমরা ঠিক এটাই দেখেছি।'
মূলত শামির করা শেষ ওভারটি নিয়ে সমর্থকদের ক্ষোভ। পাকিস্তানের তখন ১৮ বলে ১৭ রান দরকার। কোহলি, রোহিত, রাহুল ও বুমরাহর মধ্যে অনেক আলোচনার পর বল তুলে দেওয়া হয় শামির হাতে। তার করা প্রথম ৫ বল থেকেই ১৭ রান তুলে নেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম, ১০ উইকেটে জিতে যায় পাকিস্তান। এই ম্যাচে ৩.৫ ওভারে ৪৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন শামি।