‘অপমানিত’ আকমল দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, আসরটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। সেই কামরান আকমলের ক্যাটাগরিই দুইবার অবনমন হয়েছে এবারের আসর শুরুর আগে। বিষয়টি মানতে পারছেন না পাকিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার। এটাকে অপমানজনক মনে হচ্ছে তার কাছে। তাই পেশাওয়ার জালমি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
আগামী ২৭ জানুয়ারি থেকে করাচিতে শুরু হতে যাওয়া পিএসএলের সপ্তম আসরের ড্রাফটের আগে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার হস্তক্ষেপে ক্যাটাগরিতে কিছু পরিবর্তন আনা হয়। সে সময় আকমলকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে গোল্ড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।
এতে আপত্তি ছিল না আকমলের। পাকিস্তানের হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসমান নতুন ক্যাটাগরিতেই এবারের আসর খেলতে চেয়েছিলেন। কিন্তু ড্রাফটে তার ক্যাটাগরির আরেক ধাপ অবনমন হয়। তাকে গোল্ড ক্যাটেগরিতে নেয়নি কোনো দল। সিলভার ক্যাটেগরিতে নামানো হলে তার পুরনো দল পেশাওয়ার আকমলকে দলে নেয়।
দল মিললেও খুশি হতে পারেননি আকমল, উল্টো মেজাজ বিগড়ে যায় তার। ড্রাফটের পরপরই টুইটারে হতাশা প্রকাশ করে তিনি জানান, এত নিচের ক্যাটাগরিতে তিনি খেলবেন না। তরুণ ক্রিকেটারদের ক্যাটাগরিতে খেলা তার জন্য অপমানজনক। এর চেয়ে ভালো কিছুর প্রাপ্য তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে আকমল বলেন, 'এভাবে শেষ হয়ে গেলে হোক। তবু এতটা অপমান সয়ে খেলব না। এটা খুবই বিব্রতকর। ক্রিকেটারদের এভাবে মূল্যায়ন করা যায় না। এই লিগে যত রান করেছি আমি, আরও ভালো কিছু আমার প্রাপ্য। মানছি যে ক্যাটাগরি পুনর্বিন্যস্ত করেছেন রমিজ রাজা, ফ্র্যাঞ্চাইজির কোনো হাত ছিল না। কিন্তু সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া তো আরও অবনমন।'
ছয়টি মৌসুম পেশাওয়ারের হয়ে খেলা কামরান এই দলটির উদ্দেশ্যে বলেন, 'পিএসএলে পেশাওয়ারের হয়ে আমি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছি। আমি নিম্ন ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার প্রতিবাদও জানিয়েছিলাম। আমাকে ছেড়ে দিন, কারণ আমি এই ক্যাটাগরিতে খেলব না। এই বিভাগটি তরুণদের জন্য। যেহেতু আমি গত ছয় মৌসুম ধরে তাদের সঙ্গে খেলছি, তাই আমি এটার ভিত্তিতে তাদের সহানুভূতি চাই না।'
পিএসএলে সবচেয়ে বেশি ৬৯টি ম্যাচ খেলেছেন কামরান। আসরটির ইতিহাসের রান সংগ্রাহের তালিকায় তিনি দুই নম্বরে। এই আসরে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান আকমল। ২৭.৫৭ গড় ও ১৩৬.৮৪ স্ট্রাইক রেটে তার রান ১ হাজার ৮২০। পিএসএলের ছয়টি আসরে কেবল পেশাওয়ারের হয়েই খেলেছেন আকমল।