জনি ডেপের আচরণ নিয়ে কি বললেন নির্মাতা জন ওয়াটারস?
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সাথে বিচ্ছেদ মামলার জেরে বহু তর্ক-বিতর্কের জালে জড়িয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। খুব বেশিদিনের কথা নয় যখন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা ছিলেন খ্যাতির শীর্ষে। কিন্তু বিচ্ছেদ-বিতর্কের জেরে খুইয়েছেন সম্মান, মর্যাদা ও হলিউডের বেশকিছু সিনেমার অফার।
তারুণ্যে জনি ডেপ যখন সবেমাত্র হলিউডে তারকাখ্যাতি পেতে শুরু করেছেন, তখন 'ক্রাই-বেবি' চলচ্চিত্রে অভিনেতার সাথে কাজ করেছিলেন কিংবদন্তী পরিচালক জন ওয়াটারস। ডেপকে নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তার সম্পর্কে মুখ খুলেছেন 'পিংক ফ্লেমিংগো' পরিচালক।
বছরের পর বছর ধরে ডেপকে দেখেছেন তিনি, তার সাফল্যের চূড়ায় ওঠা থেকে আবার তলানিতে এসে পৌঁছানো- সবই হয়েছে তার চোখের সামনে। তাই এবার জনি ডেপের আচরণ নিয়ে কথা বললেন নিউইয়র্ক টাইমসের সাথে। আর অবধারিতভাবে, অভিনেতাকে শক্ত সমর্থনও দিয়েছেন এই পরিচালক।
নিউইয়র্ক টাইমসকে জন ওয়াটার বলেন, "অনেক মানুষকে আমি নিজেই বর্জন করতে চাই, আবার একই সাথে তা নিয়ে মজাও করি। যাদেরকে বর্জন করা হয়েছে, প্রত্যেকের ব্যাপারে আমি সচরাচর নিজের মতামত জানাই না। কিন্তু জনি ডেপ হচ্ছে এমন একজন মানুষ, যাকে আমি কোনোদিনই কোনো নারীকে অসম্মান করতে দেখিনি। আমি তার সাথে মদ খেয়েছি, মাতাল হয়েছি, মাদকও নিয়েছি কখনো কখনো; তখনো এমন কিছু দেখিনি।"
স্ত্রীকে নির্যাতনের অভিযোগের জেরে জনি ডেপকে ফ্যান্টাস্টিক বিস্টস ফ্র্যাঞ্চাইজি থেকে বরখাস্ত করেছে ওয়ার্নার ব্রোস স্টুডিও। ছবিতে 'গেলার্ট গ্রিন্ডেলওয়ার্ড' হিসেবে তার জায়গা নিয়েছেন ম্যাডস মিক্কেলসেন। সেই ম্যাডসও ডেপের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। এর আগে তিনি বলেন, ডেপকে বরখাস্ত করার কারণ তিনি ঠিক জানেন না। কিন্তু তাকে তার পদ ফিরিয়ে দিতে তিনি যেকোনো কিছু করতে প্রস্তুত।
২০২০ সালের নভেম্বরে ইউ-কে নিউজ গ্রুপ নিউজপেপার পাবলিকেশন, দ্য সান- এর বিরুদ্ধে মানহানি মামলায় হেরে যান জনি ডেপ। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছিল, অস্ট্রেলিয়ায় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার শুটিং এর সময় জনি ডেপ তার স্ত্রী অ্যাম্বার হার্ডকে নির্যাতন করেছিলেন এবং জিম্মি করে রেখেছিলেন। এ খবর চাউর হবার পর সংবাদপত্রটির বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন ডেপ।
কিন্তু যুক্তরাজ্যে এই মামলায় হেরে যান 'দ্য জ্যাক স্প্যারো'। তবে নিজের বিরুদ্ধে আনা নারী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন এই তারকা। এমনি ডেপের প্রাক্তন সঙ্গী ভ্যানেসা প্যারাদিস ও উইনোনা রাইডারও বিভিন্ন সময়ে তার পক্ষে কথা বলেছেন।
তবে আগামী এপ্রিলেই আবার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মুখোমুখি হতে হবে ডেপকে। ভার্জিনিয়ার আদালতে এর শুনানি অনুষ্ঠিত হবে।
ডিজনির পাইরেটস ফ্র্যাঞ্চাইজির দুটি চলচ্চিত্রে কালজয়ী ভূমিকা থেকে বাদ দেওয়া হয়েছে জনি ডেপকে। এরপরেই নতুন সংযোজন হিসেবে ফ্যান্টাস্টিক বিস্টের নিষেধাজ্ঞা আসে।
সূত্র: নিউ মিউজিক্যাল এক্সপ্রেস