কোভিড-১৯ পরিস্থিতি: এপ্রিলের পর জুন সবচেয়ে ভয়াবহ মাস   

জুন মাসের প্রথম ২৬ দিনে মারা গেছেন ১৪৩৪ জন, যা এপ্রিলের পরে কোভিডে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর মাস হতে যাচ্ছে। এবারেই প্রথম সংক্রমণ ঢাকার বাইরে বা গ্রামেও ছড়িয়েছে।