নষ্ট ১ হাজারের বেশি মেশিন, চট্টগ্রামে মুখ থুবড়ে পড়েছে ইএফডির ভ্যাট আদায় কার্যক্রম

চট্টগ্রামের ভ্যাট কর্মকর্তারা জানান— ৪,৮৬৭টি ইএফডির মধ্যে ১,১৭৭টি বা ২৪ শতাংশই নষ্ট হয়ে গেছে। এছাড়া, যেসব মেশিন ভালো রয়েছে, সেগুলোও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।