বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ম্যাকমিলান
বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন নেইল ম্যাকেঞ্জি। গত ২১ আগস্ট প্রোটিয়া এই কোচ চাকরি ছাড়ার পর থেকে নতুন কারও সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন ব্যাটিং কোচ হিসেবে কাউকে বাছাই করতে না পারলেও শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে বিসিবি।
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে ৫৫ টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন ম্যাকমিলান। ২০০৫ সালে ক্রিকেটকে বিদায় বলা ডানহাতি এই ব্যাটসম্যান টেস্টে ৩৮.৪৬ গড়ে ৬টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিসহ ৩ হাজার ১১৬ রান করেছেন।
ওয়ানডেতে ২৮.১৮ গড়ে ৪ হাজার ৭০৭ রান করেছেন ম্যাকমিলান। এই ফরম্যাটে ৩টি সেঞ্চুরি ও ২৮টি হাফ সেঞ্চুরি আছে তার নামের পাশে। ৮ টি-টোয়েন্টিতে তার রান ১৮৭। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের হয়ে অবদান রাখতেন এই ব্যাটিং অলরাউন্ডার। টেস্টে ২৮টি এবং ওয়ানডেতে ৪৯টি উইকেটের মালিক তিনি।
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। এ ছাড়া ক্যান্টারবুরি, মিডলসেক্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দ্রুততার সঙ্গে ব্যাটিং পরামর্শক নিয়োগ দিলো বিসিবি। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৪ দিনের কোয়ারেন্টিন ও দুই সপ্তাহের অনুশীলনের পর আগামী ২৪ অক্টোবর প্রথম টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবেন মুমিনুল-তামিমরা।