করোনাভাইরাসের নতুন স্ট্রেইন: সৌদি আরবে ফ্লাইট ও সীমান্ত বন্ধ
গতকাল রোববার সৌদি আরব আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এখবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।
সেইসাথে এক সপ্তাহের জন্য দেশটির সীমান্ত ও সমুদ্র বন্দরও বন্ধ থাকবে।
যুক্তরাজ্য সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সংক্রমণ ছড়িয়ে পড়া শুরু হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে জরুরি প্রয়োজনে কিছু ফ্লাইট চালু রাখার অনুমতি দেয়া হতে পারে বলেও জানানো হয়।
৮ ডিসেম্বরের পর ইউরোপের দেশগুলো বা উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশ করা সকলের জন্য ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কোয়ারেন্টিনের শুরুতে এবং প্রতি ৫দিন পরপর কোভিড-১৯ টেস্ট করানোর নির্দেশনা দেয়া হয়েছে।
তবে এখনো ভাইরাস মিউটেশনের সন্ধান পাওয়া যায়নি এমন দেশগুলো থেকে পণ্য সরবরাহ চালু থাকবে।
করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের সম্ভাব্য প্রভাবের ওপর নির্ভর করেই ভ্রমণ নিষেধাজ্ঞার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সূত্র: রয়টার্স