ট্রায়াল ছাড়াই যুক্তরাজ্যের ভ্যাকসিন পাবে বাংলাদেশ
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকা বাংলাদেশকে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি জানান, টিকাটি ব্যবহার উপযোগী প্রমাণিত এবং উৎপাদন শুরু হওয়া মাত্র তা বাংলাদেশ পাবে।
তবে তার আগে বাংলাদেশে এর কোনো পরীক্ষামূলক প্রয়োগ করা হবে না, বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তার ভাষণে বলেছিলেন, অক্সফোর্ডের আবিষ্কৃত ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এতে সফলতা আসতে পারে, এমন আশায় ইতোমধ্যেই যৌথ গবেষণা ও উন্নয়নের চুক্তিবদ্ধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা- এর ১০ লাখ ডোজ উৎপাদন শুরু করেছে; যাতে তা সঙ্গে সঙ্গে বিতরণ শুরু করা যেতে পারে।
অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে প্রতিষেধকটি বিপুল পরিমাণে উৎপাদনের চুক্তি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউড। তাদের উৎপাদিত ভ্যাকসিন ভারত-সহ বিশ্বের অন্যান্য নিম্ন ও মধ্য আয়ের দেশে সরবরাহ করা হবে।
যুক্তরাজ্য সকল দেশের জন্য সুষম ভ্যাকসিন সুবিধা প্রাপ্তির ওপর জোর দিচ্ছে।
হাই কমিশনার জানান, রোহিঙ্গা সমস্যা সমাধান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশেই আছে। এছাড়া, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্কও ঘনিষ্ঠ করতে চায় তার দেশ।
বুধবার ডিপলোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে এসব কথা জানিয়েছেন।
সভায় আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। সংগঠনের মহাসচিব তৌহিদুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।