ওমানের বিপক্ষে হারলেই বিদায় বাংলাদেশের?
টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ খেলেই জটিল সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসব মাথায় নিয়েই আজ রাতে ওমানের বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আরও একটি ম্যাচ বাকি থাকলেও এই ম্যাচটিই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
'বি' গ্রুপে অন্য দুই দলের দাপুটে ক্রিকেটই মূলত কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশকে। তাই দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশ শিবির এখন চরম উৎকণ্ঠায়। স্কটল্যান্ডের ম্যাচের ফলের ওপরও নির্ভর করছে বাংলাদেশের বাকিটা পথ কেমন হবে।
দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির (পিএনজি) মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। এই ম্যাচে তারা যদি জয় পায়, পরের ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না বাংলাদেশের। হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মাহমুদউল্লাহর দল।
প্রথম রাউন্ডে এই গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে স্বাগতিক ওমান। প্রথম ম্যাচে পিএনজিকে উড়িয়ে দিয়েছে তারা, তুলে নিয়েছে ১০ উইকেটের বিশাল জয়। পিএনজির দেওয়া ১৩০ রানের লক্ষ্য ১৩.৪ ওভারেই পেরিয়ে যায় ওমান। ৬.২ ওভার হাতে রেখে জেতায় নেট রান রেটে অনেক এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি। ওমানের নেট রান রেট ৩.১৩৫।
বাংলাদেশকে হারানো স্কটল্যান্ড সমান ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে, তাদের নেট রান রেট ০.৩০০। পয়েন্টহীন বাংলাদেশের নেট রান রেট -০.৩০০। তবে বাংলাদেশের দৃষ্টি এদিকে নয়, কেবল জয়েই চোখ দিয়ে রাখছে তারা। বাকি দুই ম্যাচে জয়ে পেলে এবং অন্যান্য ম্যাচের ফলের কারণে নেট রান রেটের হিসাব করতে হতে পারে বাংলাদেশকে।
আজকের দুটি ম্যাচের ফলাফলে সমীকরণটা কেমন দাঁড়াবে, সেই হিসাবটা করে দেখা যাক। পিএনজির বিপক্ষে জয় পেলে স্কটল্যান্ডের পয়েন্ট হবে চার। পরের ম্যাচে তখন ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। হারলে ওমানের পয়েন্টও হবে চার। এই গ্রুপ থেকে স্কটল্যান্ড ও ওমান সুপার টুয়েলভে উঠে যাবে।
স্কটল্যান্ড যদি হেরে যায়, সঙ্গে বাংলাদেশও হারে; ওমান চার পয়েন্ট নিয়ে সবার উপরে থাকবে। তখন স্কটল্যান্ড ও বাংলাদেশের শেষ ম্যাচে গিয়ে নিষ্পত্তি হবে। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ওমানকে হারায়, পিএনজিকে তখন বাংলাদেশ হারালেও লাভ হবে না। ৪ পয়েন্ট নিয়ে ওমানের সঙ্গে স্কটিশরা সুপার টুয়েলভে যাবে। আর যদি শেষ ম্যাচে স্কটল্যান্ড হারে এবং বাংলাদেশ জেতে, তখন নেট রান রেটের হিসাবে এই দুই দলের একটি যাবে মূল পর্বে।
আবার পিএনজির বিপক্ষে স্কটল্যান্ড যদি হারে আর বাংলাদেশ যদি ওমানকে হারায়, তখন চার দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকবে প্রতিটা দলেরই। শেষ ম্যাচে জয়ী দুই দল ৪ পয়েন্ট নিয়ে মূল পর্বের টিকেট কাটবে। এ ছাড়া স্কটল্যান্ড যদি সবগুলো ম্যাচ জেতে এবং বাংলাদেশ তাদের বাকি দুই ম্যাচে জয় পায়, তাহলেই এই দুইল দল উঠবে সুপার টুয়েলভে।
বাংলাদেশ আপাতত এত সমীকরণ মাথায় নিচ্ছে না। বাকি দুই ম্যাচে জয় তুলে নেওয়ায়ই একমাত্র লক্ষ্য তাদের। এ পথে দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, বাকি দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ তার দল।