পিএসএলে করোনার থাবা
গত বছর করোনাভাইরাসের প্রকোপের মাঝেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তাতে সফল হওয়া যায়নি। করোনার ছোবলে জেরবার অবস্থা হয়ে যায়। বাধ্য হয়ে প্লে-অফ পর্ব স্থগিত করা হয়। বছরের শেষের দিকে আয়োজন করা হয় বাকি ম্যাচগুলো। এবারও পিএসএলে থাবা বসিয়েছে করোনাভাইরাস।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি ১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। অবশ্য দুই দলের বাকি খেলোয়াড়রা করোনা নেগেটিভ হওয়ায় আজই ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেডের সব ক্রিকেটার করোনা নেগেটিভ হলেও পিএসএলে আরও দুইজন বিদেশি ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের খবরে জানিয়েছে, ২৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জন পজিটিভ হয়েছেন।
করোনা পজিটিভ হওয়ার পর ফাওয়াদ আহমেদকে আইসোলেশনে নেওয়া হয়। প্রাথমিকভাবে দুই ঘণ্টার জন্য ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। দ্রুততার সঙ্গে দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি ২ মার্চ অনুষ্ঠিত হবে।
জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকেও ফাওয়াদ করোনায় আক্রান্ত হওয়ায় নড়েচেড়ে বসেছে পিসিবি। নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। প্রতি চারদিনে একবার করোনা পরীক্ষা করা হবে সব ক্রিকেটারের। শুরু থেকে যা সপ্তাহে একবার করে করা হতো। ইসলামাবাদ ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও ফাওয়াদ আহমেদ কোনো নিয়ম ভাঙেননি।