বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এক ম্যাচ হারেই বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল এখন ঘোর সঙ্কটে। জটিল সমীকরণ মাথায় নিয়ে আজ ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আজকের আগের ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্কটল্যান্ড জয় পাওয়ায় ওমানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। সুপার টুয়েলভে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। হারলেই মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে দুটি করে জয় পাওয়া স্কটল্যান্ড ও ওমানের।
চাপের পাহাড় মাথায় নিয়ে মাঠে নামতে যাওয়া বাংলাদেশ এই ম্যাচে টস জিতেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াত। মাসকাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে শুধু বোলিংয়ের জন্য একাদশে নেওয়া সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় খেলানো হচ্ছে আরেক বাঁহাতি ওপেনার নাঈম শেখকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার/নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।