রোনালদোদের নতুন কোচ রবার্তো মার্তিনেস
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়াটা অনেকটা ব্যর্থতাই ছিলো পর্তুগালের জন্য। অসাধারণ সব প্রতিভার মিশেলে গড়া দলটির মরক্কোর কাছে হেরে যাওয়াটা অনুমেয় ছিলো না। সেটির জের ধরেই ৭ বছর দলের দায়িত্ব সামলানো পর পদত্যাগ করেছিলেন ফার্নান্দো সান্তোস।
সান্তোসের পদত্যাগের পর পর্তুগালের সম্ভাব্য কোচ হিসেবে হোসে মরিনহো, লুইস এনরিকেদের নাম উচ্চারিত হলেও শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন রবার্তো মার্তিনেস। কাতার বিশ্বকাপের পর বেলজিয়ামের কোচের দায়িত্ব ছেড়ে দেন মার্তিনেস। বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাকে, পেয়ে গেলেন পর্তুগালের দায়িত্ব।
প্রায় সাড়ে ছয় বছর বেলজিয়ামের কোচ ছিলেন রবার্তো মার্তিনেস। তার অধীনেই বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় রেড ডেভিলরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম হয় তৃতীয়। যদিও বেলজিয়ামের সোনালী প্রজন্ম পেয়েছিলেন মার্তিনেস। সেই হিসেবে তাকে খুব বেশি সফল বলা যায় না। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বই পার হতে পারেননি হ্যাজার্ড-ডি ব্রুইনারা।
এবার পর্তুগালের সোনালী প্রজন্মের দায়িত্ব বর্তেছে তার উপর। ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ক্যারিয়ারের শেষ দিকে চলে এলেও ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স, দিয়োগো জোতাদের মতো অস্ত্র পাচ্ছেন রবার্তো মার্তিনেস।
তার সঙ্গে পর্তুগাল চুক্তি করেছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এর মাঝে ২০২৪ এর ইউরোও পাবেন মার্তিনেস। পর্তুগাল এখন পর্যন্ত তাদের একমাত্র বড় আন্তর্জাতিক শিরোপাটি জিতেছে ২০১৬ ইউরোতে। ফার্নান্দো সান্তোস ছিলেন সেই দলের কোচ।
মার্তিনেসের সামনে এখন চ্যালেঞ্জ, পর্তুগালের এই দুর্দান্ত প্রতিভাদেরকে একসাথে করে তাদের সেরাটা বের করে আনা। আন্তর্জাতিক শিরোপা জয়ের জন্য এর থেকে ভালো সময় পর্তুগাল আর নাও পেতে পারে।