‘আনফিট তামিমকে দলে চাই না’- এমন বলেননি সাকিব
বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন দুই ভাগে বিভক্ত। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্ক যে আগের মতো নেই সেটিও স্পষ্ট। বিশ্বকাপ দলে না থাকার কারণ ব্যাখ্যা করতে নিজের ফেইসবুক পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম।
এমন একটি গুঞ্জন উঠেছে, সাকিব চাননি বলেই 'আনফিট' তামিমকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। যা অস্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে সাকিব এটিও বলেছেন, তামিম বেছে বেছে ম্যাচ খেলতে চেয়েছিলেন, সেটি তিনি শুনেছেন। তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারটি তিনিসহ দলের ড্রেসিংরুমের সবাই আগে থেকেই জানতেন বলেও জানিয়েছেন সাকিব।
তামিমের দলে না থাকার ব্যাপারে নিজের সম্পৃক্ততা নিয়ে সাকিব বলেন, 'এই বিষয়ে কারও সঙ্গে কোনো আলোচনাই হয় নাই। না বিশেষ কোনো খেলোয়াড়, না মেডিকেল টিম, না নির্বাচক। অবশ্যই সিদ্ধান্ত বোর্ডের। সবার মত থাকে, তবে এ নিয়ে আমার সঙ্গে কথা হয়নি।'
তবে সাথে সাকিব এটিও বলেছেন, চোট নিয়ে কারোর খেলা উচিত নয়। মহেন্দ্র সিং ধোনির একটি উক্তিকে উদাহরণ হিসেবে ব্যবহার করলেন তিনি, 'আমার কথা গুরুত্বপূর্ণ না, আমার সামর্থ্য, এখতিয়ার, এসব নিয়ে অনেকের সংশয় থাকতে পারে। তবে এম এস ধোনি যেহেতু সব জিতছে, তার ওই নলেজ, সেন্স আছে। তার চেয়ে বেশি বাংলাদেশের কারও নেই। ধোনি যদি বলে থাকে, ফিট না হলে খেলাটা চিট করে তার টিমের প্রতি, দেশের প্রতি, আমার মনে হয় মেনে নেওয়া উচিত।'
এশিয়া কাপের আগে নেওয়া অবসর ভেঙে ফিরলেও অধিনায়কত্ব করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তামিম। তার অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি দলের সবাই আগে থেকে জানতেন বলে জানিয়েছেন সাকিব, 'আমার কাছে তো অন্তত মনে হয়। প্রায় সিরিজেই ড্রেসিংরুমে শুনতাম, অধিনায়কত্ব করবে না, ছেড়ে দিচ্ছে। এক প্লেয়ারকে এমনও বলতে শুনেছি, "ভাই ছেড়ে দিলে আগেই ছেড়ে দেন। যাতে যে আসছে সময় পাবে।" কিন্তু সেটিই হয়েছে। সময় পায়নি যে আসছে। এটি সবাই জানত। ড্রেসিংরুম থেকে বোর্ড অফিশিয়াল সবাই। পাপন নাজমুল হাসান ভাই থেকে শুরু করে সবাই, শুধু কেউ বলেনি।'
সাকিব দাবি করেছেন, তামিম নিজে থেকে সরে না দাঁড়ালে বিশ্বকাপের আগে দলের নেতৃত্বে পরিবর্তন হতো না।