‘কীভাবে স্পিন খেলতে হবে, সেটা হয়তো আমরাও বুঝি না’
ঘরের মাঠ মানেই বাংলাদেশের প্রধান অস্ত্র স্পিন। প্রতিপক্ষকে কাবু করতে বেশিরভাগ সময়ে স্পিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশ। পাশাপাশি এটাও বলা হয়, স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলেন। তবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলছেন ভিন্ন কথা। মানসম্পন্ন স্পিনের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলতে পারে না বলে মনে করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে স্পিনের বিপক্ষেই সবচেয়ে বেশি ভুগেছে বাংলাদেশ। এক কেশব মহারাজকেই সামলাতে পারেনি সফরকারীরা। সঙ্গে ছিলেন সাইমন হার্মারও। সব মিলিয়ে স্পিনের বিপক্ষে চরম অস্বস্তিতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। মুমিনুল মনে করেন, স্পিন না খেলতে পারার কারণেই এমন হয়েছে।
৩৩২ রানের বিশাল হারের পর সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'এটা তো আগে থেকেই সবাই জানে, উঁচু মানের স্পিন বোলিংয়েরে বিপক্ষে আমরা ভালো খেলি না। আমাদের দুই-এক জন ছাড়া আর কেউ স্পিন খুব ভালো খেলে না। স্পিন কোন দিক দিয়ে কীভাবে খেলতে হবে, সেটা হয়তো আমরাও বুঝি না। এসব জায়গায় উন্নতি করতে হবে।'
উইকেটের কারণে স্পিনের পার্থক্য থাকে, এটা বোঝা গিয়ে মুমিনুল আরও বলেন, 'আমাদের উইকেট আর এখানকার উইকেটের একটু ভিন্নতা আছে। উপমহাদেশে যারা বোলিং করে, তারা সাইড স্পিন করে, যেটা আমাদের দেশে খুব কাজে দেয়। এটা আমাদের দেশে ও উপমাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।'
'আর এখানে সাইড স্পিন খুব একটা কাজে দেয় না। এখানে ওভার স্পিন কার্যকর। আমাদের বোলাররা হয়তো কন্ডিশনের জন্য সাইড স্পিন করে। এখানে এসে ওরা ওভার স্পিন করবে, (এতো সহজ নয়)। ওভার স্পিনের জন্য টেকনিক্যাল পরিবর্তন করতে হয়। তখন তার আগের টেকনিকে সমস্যা হতে পারে। আর ঘরোয়া ক্রিকেটের স্পিনার এবং আন্তর্জাতিক স্পিনারের মানে অনেক পার্থক্য আছে।' যোগ করেন তিনি।