জুন পর্যন্ত ত্রাণের তালিকা তৈরিতে নতুন কমিটি
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সারাদেশ লকডাউন করে দেওয়ার মধ্যে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় আগামী জুন পর্যন্ত কী পরিমাণ মানুষকে ত্রাণ দিতে হবে এবং কী পরিমাণ ত্রাণ দিতে হবে তা নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করেছে সরকার।
এছাড়াও ত্রাণ গ্রহণকারীদের তালিকা তৈরি এবং সরকারি সেবা সম্পর্কিত হেল্পলাইন ৩৩৩ এ ফোন করে কেউ যেন খাদ্য ও ত্রাণ সহায়তার কথা জানাতে পারেন সেজন্য সফটওয়ার তৈরির জন্য ব্যবস্থাপনা ও একটি কারিগরি কমিটি গঠন করে আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
উপকারভোগীদের সংখ্যা নিরূপণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসনকে আহ্বায়ক করে সোমবার সদস্যের কমিটি গঠন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল সফটওয়্যার তৈরি করতে ব্যবস্থাপনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। কারিগরি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফয়জুর রহমানকে।
করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠী ও কর্মহীনদের তাৎক্ষণিক মানবিক সহায়তা দিতে আট দফায় ৬৪ জেলার জন্য ৪৭ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং ৯৪ হাজার ৬৬৭ মেট্টিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
দেশের সব বিভাগ থেকে প্রাপ্ত উপকারভোগীর তালিকা ও এপ্রিল থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের ত্রাণ দিতে কী পরিমাণ চাল লাগবে তা এই কমিটিকে নির্ধারণ করতে বলা হয়েছে।
এছাড়া ৩৩৩ এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য সহায়তার আবেদন গ্রহণ করা হবে জানিয়ে এই কমিটিকে এই সেবা দেওয়ার জন্য কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।