মুন্সিগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার, ৫টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট
আজ (২৮ অক্টোবর) ঢাকায় বড় দুই দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানী পাশের জেলা মুন্সিগঞ্জের সড়ক-মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছে পুলিশ সদস্যরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানা প্রান্ত, শ্রীনগরের ছনবাড়ী, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর ও মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু সড়কে বসানো চেকপোস্টগুলোতে কাজ করছে পুলিশ।
এদিকে শনিবার সকাল থেকে মহাসড়কে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।