তুরস্কে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, আহত ৮১
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত এবং কমপক্ষে ৮১ জন আহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) শহরের ব্যস্ততম একটি রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির।
ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৪টা ২০ নাগাদ শহরের তাকসিম স্কয়ার এলাকার একটি জনবহুল রাস্তায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মঘাতী বোমারু দ্বারা এ হামলা চালানো হয়েছে।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীর গাড়ি পৌঁছায়। বিস্ফোরণের সময় বিকট শব্দ শোনা গিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পুরো এলাকায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের সময় ওই এলাকায় ভিড় ছিল বলে জানা গেছে। সেখানে অনেক স্থানীয় মানুষ ও পর্যটকের সমাগম ছিল। রাস্তার পাশে সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানও ছিল।
এদিকে, হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেন, শহরের ব্যস্ততম ওই রাস্তায় বোমা ফেলে যাওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হামলার জন্য তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন।
এর আগে দেশটির ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছিলেন, একজন নারী এ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
তবে, তুর্কি সরকার হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করলেও এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।