‘আর্নি বট’: মার্চে আসছে চ্যাটজিপিটির চীনা প্রতিদ্বন্দ্বী
আগামী মার্চেই চ্যাটজিপিটির প্রতিদন্দ্বী হিসেবে জনসাধারণের ব্যবহারের জন্য 'আর্নি বট' আনছে চীন। খবর সিএনবিসির।
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি। প্ল্যাটফর্মটির কার্যকারিতা উপলব্ধি করে সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটবট প্রযুক্তিটি যুক্ত করেছে। একইপথে হাঁটছে সার্চ ইঞ্জিন বিং ও গুগলের প্রতিদ্বন্দ্বী বাইদু।
চীনে চ্যাটজিপিটি ব্যবহারের প্রচুর চাহিদা থাকলেও এখন পর্যন্ত দেশটিতে আনুষ্ঠানিকভাবে চ্যাটবটটি ব্যবহার করা যাচ্ছে না। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বাইদুসহ চীনের আরও বেশ কয়েকটি প্রযুক্তিগত প্রতিষ্ঠান।
গত বুধবার বাইদুর পক্ষ থেকে আর্নি বট সম্পর্কে প্রতিষ্ঠানটির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও রবিন লি বলেন, "আমরা প্রথমে বাইদু সার্চ ইঞ্জিনে আর্নি বট যুক্ত করবো। আগামী মার্চ মাস থেকেই সবাই প্রযুক্তিটি ব্যবহার করতে পারবেন।"
সিইও রবিন আরও জানান, আর্নি বট ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় কন্টেন্ট তৈরি করা যাবে। এতে পারস্পরিক ক্রিয়াশীল ফিচারও যুক্ত করা হবে। যার ফলে ব্যবহারকারী এআই চালিত নতুন ল্যাংগুয়েজ মডেলের সাথে পারস্পরিক যোগাযোগ করতে পারবেন।
সার্চ ইঞ্জিন হিসেবে গুগল বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও চীনে প্লাটফর্মটি নিষিদ্ধ। তবে অত্যাধুনিক চ্যাটবট প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির সাথে বাইদু'র 'আর্নি বট' প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কি-না তা নিয়ে বহু প্রযুক্তি বিশ্লেষক সংশয় প্রকাশ করেছেন।
২০১৯ সালে বাইদু এআই চালিত একটি উন্নত ল্যাংগুয়েজ মডেল তৈরির উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটি নিজেদের ল্যাংগুয়েজ মডেলকে কার্যকরী করতে প্রায় ১০০ বিলিয়ন প্যারামিটারের সাহায্য নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্যারামিটার বলতে একটি ল্যাংগুয়েজ মডেল ঠিক কী পরিমাণ তথ্য পর্যালোচনা করেছে সেটি বোঝায়।
২০২১ সালে প্রকাশিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, চ্যাটজিপিটির পূর্ববর্তী সংস্করণ জিপিটি-৩ এর প্যারামিটার ছিল ১৭৫ বিলিয়ন। আর জিপিটি-৩ এর পূর্ববর্তী সংস্করণ জিপিটি-২ এর প্যারামিটার ছিল মাত্র ১.৫ বিলিয়ন। ওপেন এআই এর সাথে তুলনা করলে বাইদু'র আর্নি বটের প্যারামিটার জিপিটি-৩ অপেক্ষা কম।
যদিও ওপেনএআই এর এক মুখপাত্রের কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি প্ল্যাটফর্মটির ল্যাংগুয়েজ মডেল ও প্যারামিটার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
অন্যদিকে বাইদু সিইও রবিন বলেন, "বাইদু ও অন্যান্য অ্যাপ ব্যবহারকারীদের বিলিয়ন বিলিয়ন সার্চ পর্যালোচনা করে আমাদের মডেলটি তৈরি করা হচ্ছে।"
বাইদু'র 'আর্নি বট' প্রযুক্তিতে কন্টেন্ট তৈরির ফিচার যুক্তের পরিকল্পনা করা হলেও এই কন্টেন্টগুলো ব্যবসায় সম্পর্কিত কাজের ক্ষেত্রে কতটুকু কার্যকরী হবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা আরেক চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি'র আউটপুটে অনেক ব্যবহারকারী পক্ষপাতদুষ্ট, বিতর্কিত ও বিব্রতকর ফলাফল আসা নিয়ে অভিযোগ করেছেন।
ওপেন এআই এর পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে প্লাটফর্মটিকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
চীনা সরকার বহু আগে থেকেই দেশটিতে তথ্য নিয়ন্ত্রণ করে থাকে। সেক্ষেত্রে চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য অস্বস্তির কারণ হতে পারে।
গণমাধ্যম নিক্কেই এশিয়া কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, টেনসেন্ট ও আলিবাবার মতো চীনা জায়ান্ট প্রতিষ্ঠানকে চ্যাটজিপিটি প্ল্যাটফর্ম ব্যবহার না করার জন্য দেশটির নিয়ন্ত্রক সংস্থা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এমনকি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠাগুলোকে চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট সেবা চালু করার পূর্বে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নিতেও বলা হয়েছে। যদিও ঠিক কোন নিয়ন্ত্রক সংস্থা থেকে এ নির্দেশনা এসেছে সে তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ সম্পর্কে চীনের সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রক সংস্থা, বাইদু ও টেনসেন্টের সাথে সিএনবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানগুলো মন্তব্য করতে রাজি হননি।
সার্চ ইঞ্জিন বাইদু চীনেই বেশি জনপ্রিয় হওয়ার প্ল্যাটফর্মটিতে চ্যাটবট প্রযুক্তি যুক্ত করলেও তা তাদের ব্যবসাকে খুব বেশি সম্প্রসারণ করতে পারবে না বলে মনে করেন জন ফ্রিম্যান। বিখ্যাত ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম সিএফআরএ এর এ গবেষক বলেন, "বাইদু'র পক্ষে চ্যাটবট প্রযুক্তি সার্চ ইঞ্জিনে যুক্ত করা কঠিন কোন ব্যাপার নয়।"
শুধু সার্চ ইঞ্জিনে নয়, বরং প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্মে 'আর্নি বট' প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। টেক জায়ান্ট কোম্পানিটির সাথে সংশ্লিষ্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'ইকুইই' ও বৈদ্যুতিক গাড়ির স্টার্টআপ 'জিডু' এ চ্যাটবট প্রযুক্তি সংযুক্তের পরিকল্পনা রয়েছে।
বাইদু সিইও রবিন আরও বলেন, "চ্যাটজিপিটির মত চ্যাটবট ফিচার সার্চ ইঞ্জিনের মার্কেটকে আরও প্রসারিত করবে। এর ফলে বিজ্ঞাপনদাতা ও কন্টেন্ট তৈরির সাথে সংশ্লিষ্ট গোষ্ঠী লাভবান হবে।"
এছাড়াও এআই কর্তৃক তৈরিকৃত কন্টেন্ট বাইদু'র সার্চ ইঞ্জিনে যুক্ত করার ফলে বিজ্ঞাপন থেকে আয়ের পরিমাণ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।