ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েল-গাজা সংঘাতের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের প্রত্যাখ্যান
ইসরায়েল এবং গাজায় চলমান সংঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এক কলেজ কর্তৃপক্ষ; এটি ইহুদি-বিদ্বেষ (অ্যান্টি-সেমিটিজম) উস্কে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
মঙ্গলবার রাতে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি লাইব্রেরির পাশে স্লোগানরত বিক্ষোভকারীদের থামাতে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল।
পরে কলেজ কর্তৃপক্ষ জানায়, এ প্রতিবাদ তাদের নীতির লঙ্ঘন।
হামাসের হামলায় ১,৪০০ জন নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় অবিরত বোমাবর্ষণ করছে।
অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংঘাতের পর থেকে ওই অঞ্চলে প্রায় ৬,৫০০ মানুষ নিহত হয়েছে।
বিক্ষোভের সময় ওয়াশিংটন ডিসিতে লাইব্রেরি ভবনে সাদা হরফে একটি বার্তা ছিল, "নদী থেকে সমুদ্র পর্যন্ত প্যালেস্টাইনকে মুক্ত করুন"।
জেলম্যান লাইব্রেরিতে ফুটিয়ে তোলা বার্তার মধ্যে আরও ছিল, 'গাজায় অবরোধের অবসান করুন' এবং 'জায়নিস্ট জেনোসাইড থেকে সরে আসুন'।
কলেজের নিজস্ব সংবাদপত্র জিডব্লিউ হ্যাচেটকে বিক্ষোভকারীরা জানান, এই স্লোগানটি ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের নির্দেশ করে, হামাসের বন্দুকধারীদের নয়।
ইহুদি জাতিগোষ্ঠীর পক্ষীয় এক সংস্থা 'স্টপ অ্যান্টিসেমিটিজম', এ বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বহিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে, "এদের মতামত কোনভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মতামতকে প্রতিফলিত করে না।"