রুশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই শোইগুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। মন্ত্রীর পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
শোইগুর পরিবর্তে অর্থনীতি বিশেষজ্ঞ সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
পুতিনের পঞ্চম মেয়াদ শুরু হওয়ার পর মন্ত্রিসভার এই রদবদলের ঘটনা ঘটল। রাশিয়ার আইন অনুযায়ী ক্রেমলিনে পুতিনের অভিষেকের পর মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করে।
বেলুসভের প্রার্থিতা রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের অনুমোদন লাগবে।
ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া আক্রমণ ও দখল করার দুই বছর আগে ২০১২ সালে শোইগুকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শোইগুর একজন ডেপুটি তিমুর ইভানভকে গত মাসে ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং আনুষ্ঠানিক তদন্ত না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
পুতিনের সাথে দৃঢ় সংযোগ থাকা সত্ত্বেও অনেকে এই ঘটনাকে সম্ভবত তার সম্ভাব্য বরখাস্তের লক্ষণ হিসাবে দেখছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেন, পুতিন একজন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ মন্ত্রণালয়টি 'উদ্ভাবন এবং অত্যাধুনিক ধারণার জন্য উন্মুক্ত' হওয়া উচিত এবং বেলুসভ এই পদের জন্য উপযুক্ত।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন