দিনাজপুরের আয়রন ওরের মজুদ নির্ধারণে ভারতীয় কোম্পানি ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সাথে চুক্তি
দিনাজপুরের হাকিমপুরে আয়রন ওরের (Ore) মজুদ নির্ধারণে ভারতীয় কোম্পানি ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সাথে চুক্তি করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)।
সোমবার বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) বোর্ড রুমে "প্রিলিমিনারী স্টাডি ফর ডেভেলপমেন্ট অব আলীহাট আয়রন ওর ডিপোজিট অ্যাট হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ" শীর্ষক এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের পক্ষে কোম্পানী সচিব উম্মে তাজমেরী সেলিনা আখতার এবং ডিএমটি কনসাল্টিং লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ভ্যাসিলিস রুবোস চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ৬ বর্গ কিলোমিটার এলাকায় একটি প্রিলিমিনারি স্টাডি করা হবে। স্টাডি প্রতিবেদনে আয়রন ওরের মজুদ যথেষ্ট প্রতীয়মান হলে পরবর্তীতে মাইনিং করার লক্ষ্যে বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।
পেট্রোবাংলা চেয়ারম্যান নাজমুল আহসয়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, ডিএমটি কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ভ্যাসিলিস রুবোস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ২০১৯ সালে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় একটি লৌহ আকরিক সমৃদ্ধ শিলাখনির সন্ধান পায়। প্রাথমিকভাবে ৫.০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৬২৫ মিলিয়ন টন আয়রন ওর মজুদ রয়েছে মর্মে ধারণা করা হয়।
প্রাপ্ত আয়রন ওর সমৃদ্ধ শিলার গভীরতা ৪২৬ থেকে ৫৪৮ মিটার। লৌহ আকরিক সমৃদ্ধ শিলা স্তরে আয়রন ওরের পরিমাণ প্রায় ৫০ শতাংশ। এই শিলা স্তরসমূহের গড় পুরুত্ব ৬৮ মিটার। পরবর্তীতে আলিহাট আয়রন ওর ক্ষেত্রের ফিজিবিলিটি স্টাডি পরিচালনার দায়িত্ব বিসিএমসিএল-কে প্রদান করা হয়।