নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: দোষ স্বীকার হামলাকারীর
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করেছে অভিযুক্ত ব্রেন্টন টারান্ট।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' এ তথ্য জানায়।
গত বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থিত 'আল নূর' এবং 'লিন্ডউড' মসজিদে হামলা চালান ব্রেন্টন। ওই হামলায় ৫১ জন নিহত এবং ৪৯ জন আহত হন।
হামলাকারী ২৯ বছর বয়সী ব্রেন্টনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। শুরু থেকেই এ ঘটনায় নিজের দোষ অস্বীকার করে আসছিলেন তিনি। তবে এবার সব অভিযোগেই তিনি নিজের দোষ স্বীকার করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিশেষ শুনানির ব্যবস্থা করেন ক্রাইস্টচার্চ উচ্চ আদালত। শুনানিতে, কারাগার থেকে অডিও-ভিজুয়াল লিংকের মাধ্যমে অংশ নেয় টারান্ট। এসময় কয়েদির পোশাকে দেখা যায় ২৯ বছর বয়সী এই অস্ট্রেলীয় যুবককে।
টারান্ট জানায়, একা স্বপ্রণোদিত হয়েই চালায় হামলা। নিউজিল্যান্ডের ২০০২ সালের সন্ত্রাস দমন আইনে বিচার চলছে টারান্টের বিরুদ্ধে।