‘ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের কোনো সম্ভাবনা নেই’
নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিজেদের মাটিতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর শুরু হয় জল্পনা-কল্পনা। যদিও এই আলোচনা বেশিদিন চলতে দিলো না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিসিআইর এক কর্তা। সংবাদ সংস্থা পিটিআই এমনই খবর প্রকাশ করেছে।
ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের নেই জানিয়ে বিসিসিআই কর্তা বলেন, 'পিসিবির সাথে ভারত-পাক সিরিজ আয়োজন বিষয়ে ইসিবির প্রস্তাব খুবই অদ্ভুত। তবে পাকিস্তানের বিপক্ষে ভারত কোনো সিরিজ খেলবে কিনা, তা বোর্ড ঠিক করতে পারে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় সরকার।'
সর্বশেষ ২০০৭ সালে টেস্ট সিরিজ খেলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ ছাড়া ২০১২-১৩ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা। এরপর আর দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি প্রতিবেশি এই দুই দেশ। রাজনৈতিক বৈরীতার কারণে দেশ দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া দল দুটির দেখা হয় না।
ঐতিহাসিক লড়াইটি ফিরিয়ে আনতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় ইসিবি। টাইমস অব ইন্ডিয়া ও দ্য টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়, নিজেদের মাটিতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইসিবি।
রিপোর্টে আরও বলা হয়, ইংল্যান্ডের পাকিস্তান সফরে সেখানে আছেন ইসিবির ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো। এই সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রস্তাব দেয় ইসিবি। প্রস্তাবে পিসিবি ইতিবাচক সাড়াও দিয়েছে।
ইসিবি জানে, ভারত-পাকিস্তানে সিরিজ মানেই বড় অর্থ প্রাপ্তি। এই দুই দলের ম্যাচে স্পনসরশিপ আয় এবং টেলিভিশন দর্শকদের আকর্ষণ অনেক বেশি। ইংল্যান্ডে পাকিস্তান-ভারতের বহু মানুষ বসবাস করায় এই সিরিজটি হলে দর্শকসংখ্যা অনেক বেশি হবে, টিকিটের বেশ চাহিদা থাকবে।
পিসিবির সাথে আলোচনার পরই বিসিসিআইর কাছে সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় ইসিবি। কিন্তু সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি বিসিসিআই। পিটিআইকে বিসিসিআইর কর্তা জানান, পাক-ভারত সিরিজের কোনো সম্ভাবনা আপাতত নেই। আর্থিক লাভের জন্যই এ রকম একটি সিরিজ আয়োজন করতে চাইছে ইসিবি।