ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বহরে যুক্ত হওয়া মিগ-৩১বিএম সবচেয়ে অপ্রতিরোধ্য বিমান?
অতি উচ্চতায় উড়তে সক্ষম এমন দুইটি আধুনিকায়িত ফাইটার ইন্টারসেপ্টর মিগ-৩১বিএম বিমান রাশিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের (ভিকেএস) হাতে পেয়েছে বলে জানা গেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইরেশিয়ান টাইমস।
সোভিয়েত আমলে তৈরি করা হয় মিগ-৩১ যুদ্ধবিমান (ন্যাটো কলসাইন ফক্সহাউন্ড)। এরপর অনেকগুলো সংস্করণ তৈরি করা হয়েছে এটির। তারই একটি রূপ হচ্ছে মিগ-৩১বিএম।
সুপারসনিক গতির এ বিমান সব ধরনের আবহাওয়ায় ইন্টারসেপ্ট অপারেশন পরিচালনা করতে সক্ষম। বহুমুখী কাজের উদ্দেশ্যে নির্মিত দীর্ঘপাল্লার এ যুদ্ধবিমানগুলো আকাশ ও ভূমিতে অবস্থিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
নতুন আধুনিয়াকিত এ বিমানগুলোতে আপগ্রেডেড এভিয়নিক্স, হ্যান্ডস-অন-থ্রটল-অ্যান্ড-স্টিক (হোটাস) নিয়ন্ত্রণ ব্যবস্থা, লিকুইড ক্রিস্টাল কালার মাল্টিফাংশন ডিসপ্লে (এমএফডি), শক্তিশালী কম্পিউটার ব্যবস্থা, ডিজিটাল ডেটা লিংকেজ, ফেজড অ্যারো রাডার ইত্যাদি প্রযুক্তি রয়েছে।
রাশিয়ান গণমাধ্যগুলোর দাবি, মিগ-৩১বিএম যুদ্ধবিমানগুলো অতি অল্প উচ্চতায় ওড়া ক্রুজ মিসাইলকেও ইন্টারসেপ্ট ও ধ্বংস করতে সক্ষম।
বুলগেরিয়ান মিলিটারি ডটকম নামক একটি সামরিক সংবাদ ওয়েবসাইট রাশিয়ান বিশেষজ্ঞদের বরাত দিয়ে দাবি করেছে, চারটি মিগ-৩১বিএম ইন্টারসেপ্টর বিমান মহাকাশ নিয়ন্ত্রণ করতে সক্ষম।
মিগ-৩১বিএম-এ অনেক ধরনের রাশিয়ান আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল ব্যবহার করা সম্ভব। এ বিমানটি একসঙ্গে ২৪টি লক্ষ্যবস্তুকে প্রতিহত (ইন্টারসেপ্ট) করতে পারে।
ধারণা করা হয়, ভিকেএস'র কাছে প্রায় ২৫২টি মিগ-৩১ যুদ্ধবিমান রয়েছে। ২০১০ সালে মিগ-৩১ থেকে মিগ-৩১বিএম ও বিএসএম সংস্করণে উন্নীত করার কাজ শুরু করে মস্কো।
বর্তমানে তিনটি রেজিমেন্টে প্রায় ৯০টির মতো অপারেশন পরিচালনাক্ষম মিগ-৩১বিএম রয়েছে রাশিয়ার কাছে।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নৈপুণ্যের দিক থেকে অন্য যেকোনো যুদ্ধবিমানকে ছাড়িয়ে গেছে মিগ-৩১বিএম। এখন পর্যন্ত এ যুদ্ধে কেবল দুটি মিগ-৩১বিএম ধ্বংস হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হলো এ বিমানটির উড্ডয়ন ঘণ্টা (ফ্লাইট আওয়ার্স) বাড়ানো। বর্তমানে মিগ-৩১'র সর্বোচ্চ ২,৫০০ ঘণ্টা উড্ডয়ন ঘণ্টা রয়েছে। মিগ-৩১বিএম'র ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য উড্ডয়ন ঘণ্টাকে বাড়িয়ে ৩,৫০০ ঘণ্টায় নেওয়া।
মিগ-৩১ যুদ্ধবিমানে রাশিয়া আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য কিঞ্জাল হাইপারসনিক মিসাইল যুক্ত করেছে। সম্প্রতি রাশিয়া দুইটি কিঞ্জাল সমৃদ্ধ মিগ-৩১ বেলারুশে নিযুক্ত করেছে। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, বেলারুশ থেকে উড়াল দিয়ে কিঞ্জাল নিক্ষেপ করে যেকোনো ইউরোপীয় সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারবে মিগ-৩১।
মিগ-৩১ যুদ্ধবিমানটি সব মৌসুমে অপারেশন পরিচালনা করতে পারে। দুই আসনের এ সুপারসনিক ফাইটার ইন্টারসেপ্টরটি যেকোনো উঁচু পাল্লা, সময়, ও কঠিন আবহাওয়া পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।