কেমন হবে অ্যাপল-এর এআই? ‘সতর্ক ও সুচিন্তিত’: টিম কুক
প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল গত সপ্তাহে নিজেদের ত্রৈমাসিক ব্যবসায়িক রিপোর্ট প্রকাশ করেছে। পাশাপাশি এটির সিইও টিম কুক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কোম্পানিটির ভাবনার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত জানিয়েছে ইনক ডটকম।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ক্রেডিট সুইস-এর বিশ্লেষক শ্যানন ক্রাউস এআইয়ের শক্তি ও সম্ভবনা নিয়ে কুকের কাছে প্রশ্ন রাখেন: অ্যাপলের পণ্য ও সেবার আদলে কুক এআই প্রযুক্তিকে কীভাবে দেখছেন।
জবাবে টিম কুক বলেন, 'আমি মনে করি যে, প্রযুক্তিটি আপনি কতটা সতর্ক ও সুচিন্তিতভাবে ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বেশ কয়েকটা ব্যাপারের সমাধানও জরুরি। তবে সম্ভবনার দিক দিয়ে প্রযুক্তিটি সত্যিই চমকপ্রদ।'
কুক তার বক্তব্যে 'সতর্ক' ও সুচিন্তিত' থাকার ব্যাপারটির ওপর গুরুত্ব দিয়েছেন। এই দুটি বিশেষণ দিয়েই যেন এআই নিয়ে অ্যাপল-এর সামগ্রিক চিন্তাকে ফুটিয়ে তুলেছেন তিনি।
অবশ্য প্রযুক্তিবিশ্বে নতুন কিছু সাড়া তৈরি করলেই অ্যাপল সেটাকে নিজেদের পণ্যে সংযুক্ত করে ফেলে না। বরং কোম্পানিটি সময় নিয়ে ফিচারটি সবচেয়ে ভালো উপায়ে কীভাবে ব্যবহার করা যায় সেই পথ খুঁজে বের করে। এরপরেই অ্যাপল নিজেদের দুই বিলিয়ন ব্যবহারকারীদের জন্য পণ্যে ফিচারটি যুক্ত করে।
অন্যদিকে প্রযুক্তি কোম্পানি মেটা-এর পক্ষ থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে এআই ফিচার যুক্তের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য 'উপকারী' ও 'অর্থবহ' করে এআই ব্যবহারের কথা জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ।
অ্যাপল ইতোমধ্যে নিজেদের পণ্যে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করছে। উদাহরণস্বরূপ, মেশিন লার্নিং ল্যাংগুয়েজের মাধ্যমে তৈরি করা কোম্পানিটির ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট 'সিরি' ভয়েস কমান্ডের ওপর ভিত্তি করে কাজ করে।
এ সম্পর্কে টিম কুক বলেন, "পণ্যে মেশিন লার্নিং ও এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশ অগ্রগতি হয়েছে। বহু বছর ধরেই আমরা 'ফল ডিটেকশন', 'ক্রাশ ডিটেকশন' ও 'ইসিজি'র মতো সুবিধা যুক্ত করেছি। ফিচারগুলো মানুষের জীবনও রক্ষা করছে।"
যদিও স্বাভাবিকভাবেই বিশ্লেষক শ্যাননের প্রশ্নের সরাসরি জবাব দেননি কুক। কেননা নিজেদের ভবিষ্যৎ পণ্য সম্পর্কে অ্যাপল বেশ গোপনীয়তা অবলম্বন করে।
তবে টিম কুক বলেন, "এআই প্রযুক্তি নিয়ে আমরা বেশ বৃহৎ পরিসরে চিন্তা করছি। আগামীতেও আমাদের পণ্যে 'সুচিন্তিতভাবে' প্রযুক্তিটি ব্যবহার করা হবে।"
অবশ্য এআই নিয়ে মাইক্রোসফট কিংবা গুগল-এর মতো বৃহৎ কোনো পরিবর্তনের কথা আপাতত চিন্তা করছে না অ্যাপল। কোম্পানিটি বরং প্রযুক্তিটি নিয়ে বেশ সতর্কতার সাথে এগোচ্ছে।
মাইক্রোসফট সার্চ ইঞ্জিন বিং-এ এআই প্রযুক্তি যুক্ত করেছে। আর চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেক প্রযুক্তি জায়ান্ট গুগল উন্মুক্ত করেছে বার্ড।