'মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছু করব'
লিওনেল মেসি সামনের মৌসুমে কোথায় খেলবেন তা এখনো নিশ্চিত নয়। কোনো সূত্র বলছে তিনি সৌদি আরবের একটি ক্লাবে যোগ দিয়েই ফেলেছেন। কেউ কেউ বলছেন মেসি বার্সায় ফিরবেন।
২৭ তম লা লিগা শিরোপা নিশ্চিত করার পর বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে মেসি বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
মেসিকে বার্সায় দেখার স্বপ্ন বুনছেন লাখো সমর্থক। সেই পালে আরেকটু জোর হাওয়া দিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। মেসিকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছুই করবেন বলে জানিয়েছেন তিনি, 'আমরা মেসিকে চাই। তাকে ফেরাতে আমাদের যা যা করা সম্ভব তা করব।'
মেসির অস্বস্তিকর এই সময়ে লাপোর্তা তার সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন, 'মেসির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।'
মেসির জন্য টাকার পাহাড় নিয়ে বসে আছে সৌদি আরবের একটি ক্লাব, সেটি নিয়েও লাপোর্তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। লাপোর্তার জবাব বেশ পছন্দই হবে বার্সেলোনা সমর্থকদের, 'বার্সেলোনা বার্সেলোনাই। সৌদি আরবের ওরা বেশ ভালো কাজ করছে। কিন্তু আমরা ভিন্নরকম এক ক্লাব।'
অনেকেই মনে করেন, দলের শক্তি বাড়াতে হলে বার্সেলোনার এখন মেসিকে খুব প্রয়োজন। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে পেতে বেশ কিছু হিসাব মেলাতে হবে বার্সাকে। উয়েফার আর্থিক নীতি মেনেই তাকে নিতে হবে। একই সঙ্গে লা লিগার বেতনকাঠামোও মানতে হবে।
লাপোর্তা কথা বলেছেন এ নিয়েও, 'আর্থিক নীতি মেনে ভালো দল গঠন করতে আমরা ক্লাবের খরচ কমাব। আগামী মৌসুমে দলকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আমরা পরিকল্পনা শুরু করেছি।'