মেসিকে বেতন দিয়ে যাচ্ছে বার্সেলোনা, দেবে ২০২৫ পর্যন্ত
বার্সেলোনায় ফেরা হবে হবে করেও আর হয়নি লিওনেল মেসির। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
এবার বার্সেলোনায় ফিরতে নিজের বেতন কমাতেও রাজি ছিলেন মেসি। সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কিন্তু বার্সার হয়ে না খেললেও এখনো ক্লাব তাকে নিয়মিত বেতন দিয়ে যাচ্ছে!
তবে এর পেছনে আছে একটি বিশেষ কারণ। ২০২১ সালের জুন মাসে যখন মেসি বার্সা ছাড়েন, তখন অর্থ সংকটে ভুগছিল বার্সেলোনা। তাই চুক্তি অনুযায়ী মেসি যে বেতন পেতেন সেটি ধীরে ধীরে শোধ করার শর্ত দেয় ক্লাব।
বার্সেলোনার বৃহত্তর স্বার্থ চিন্তা করে মেসিও সেটি একবাক্যে মেনে নেন। আর সেই চুক্তির টাকাই এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে বার্সা। যা ২০২৫ সালে শেষ হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা, 'পারিশ্রমিকটা তার এখনো পাওনা। আগের বোর্ড তা ঠিক করে রেখেছে এবং টাকার পরিমাণও অনেক। ২০২৫ সালে পুরোপুরি পরিশোধ করা হবে। এখন লা লিগার সঙ্গেও আমাদেরসম্পর্ক ভালো হয়েছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে এটি কোনো প্রভাব ফেলবে না।'
২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে চলে যান মেসি। অন্যদিকে তখন আর্থিক সংকটে ভুগছিল বার্সা। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারেনি। আর্জেন্টাইন তারকা ফুটবলার তখন ফ্রি এজেন্ট হিসেবে পিএসজিতে গেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ২০২২-এর মধ্যে মেসিকে ৫ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি ৬১২ কোটি ৪৭ লাখ টাকা) বার্সার পরিশোধ করার কথা ছিল।