পাকিস্তানকে করোনা আক্রান্তদের রেখে যেতে বলছে ইংল্যান্ড
পাকিস্তান ক্রিকেটে ভালোভাবেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। এক দিনের ব্যবধানে দেশটির ১০জন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এই ১০ ক্রিকেটারই ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে আছেন। এ কারণে সফর নিয়ে বিপাকে পড়ে গেছে পাকস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পাকিস্তানের ইংল্যান্ড সফর হচ্ছে। ২৮ জুন ইংল্যান্ডে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। ইসিবি তাদের টুইটার পেজে লিখেছে, 'এই গ্রীষ্মের ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য পাকিস্তান দল রোববার ইংল্যান্ড পৌঁছাবে।
সফর নিশ্চিত হলেও খেলোয়াড় নিয়ে চিন্তায় পড়ে যেতে হয়েছে পাকিস্তানকে। কারণ ইসিবি এক বিবৃতিতে শর্তের কথা জানিয়ে বলেছে, করোনা আক্রান্ত কোনো কাউকে দলের সঙ্গে নিতে পারবে না পাকিস্তান। টেস্ট করানো ৩৫ জনের মধ্য থেকে নেগেটিভ ফল আসা ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে সফর করতে পারবে দলটি।
৩৫ জনের করোনা টেস্ট করানো হয়, এরমধ্যে ১৮ জনের ফল নেগেটিভ আসে। কেবল এরাই পাকিস্তান দলের সঙ্গে সফর করতে পারবে। অবশ্য এদের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় এই ১৮ জনের টেস্টের ফল নেগেটিভ আসতে হবে, এরপর সফর করার অনুমতি মিলবে।
বিবৃতিতে ইসিবি বলেছে, 'ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর আগে পাকিস্তান দলের সবাইকে টেস্ট করাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারদের নতুন দলের সঙ্গে সফর করার অনুমতি নেই।' সেই হিসেবে পাকিস্তানের ইংল্যান্ড সফর খানিকটা অনিশ্চয়তাতেই পড়ে গেছে।
দুই দফা নেগেটিভ ফল এলে আক্রান্ত ১০ ক্রিকেটার ইংল্যান্ড সফরে যেতে পারবে কিনা, বিবৃতিতে এ বিষয়ে কিছু জানায়নি ইসিবি। পাকিস্তান অবশ্য আক্রান্তদের নিয়েই ইংল্যান্ড সফরে যেতে চেয়েছিল। ইসিবির এই বিবৃতির পর নতুনভাবে ভাবতে হচ্ছে তাদের। ইতোমধ্যে নতুন পাঁচজন ক্রিকেটারকে দলে ডেকেছে তারা। এ ছাড়া আক্রান্তরা সুস্থ হলে পরবর্তীতে তাদেরও ইংল্যান্ডে উড়িয়ে নেওয়া হবে।