ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
যানবাহন বিকল হয়ে যাওয়া, ঘন কুয়াশা এবং টোল আদায় সাময়িক স্থগিত করা সহ বেশ কয়েকটি কারণে বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ভোর ৩টার পর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিক থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে যার পিছনে অন্যতম কারণ সারাদেশে চলমান তীব্র শৈত্যপ্রবাহ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর ৩টা থেকে মহাসড়কের এলেঙ্গা অংশে তীব্র যানজট থাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, "মঙ্গলবার রাতে সেতু পার হওয়ার সময় দুটি ট্রাক বিকল হয়ে পরে। ফলে টোল আদায় ব্যাহত হয় এবং পূর্ব দিকে যানবাহনের চাপ বেড়ে যায়।"
বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল স্বাভাবিক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, "ব্রিজের রেকার দ্বারা ট্রাকটি পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়েছে।"