অবশেষে উদ্বোধনী জুটি ভাঙলেন রিশাদ
কৃৃপণ বোলিং করলেও আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারছিল না বাংলাদেশ। অবশেষে ১১তম ওভারে আঘাত হানলেন রিশাদ হোসেন, বাংলাদেশের এই লেগ স্পিনার ফিরিয়ে দিলেন ইব্রাহিম জাদরানকে। ১২ ওভার শেষে এক উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৫৯ রান। রহমানউল্লাহ গুরবাজ ২৮ রানে ব্যাটিং করছেন। আজমতউল্লাহ ওমরজাই এখনও রানের খাতা খোলেননি।
রান বেশি না দিলেও উইকেট নিতে পারেনি বাংলাদেশ
বল হাতে শুরু থেকেই আঁটসাঁট বোলিংয়ে আফগানিস্তানের রানচাকায় লাগাম রাখলেও উইকেট নিতে পারেনি বাংলাদেশ। একটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি তারা। সাকিব আল হাসানের বলে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের তোলা ক্যাচ ফেলেন দেন তাওহিদ হৃদয়।
১০ ওভার শেষে বিনা উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৫৮ রান। রহমানউল্লাহ গুরমান ২৭ ও ইব্রাহিম জাদরান ১৮ রানে ব্যাটিং করছেন।
পাওয়ার প্লেতে বাংলাদেশের আঁটসাঁট বোলিং
শুরুর ওভারে ৩ রান দিলেন তানজিম হাসান সাকিব, পরের ওভারে তাসকিন আহমেদের খরচা মাত্র ২ রান। উইকেট না পেলেও ভালো শুরু। কিন্তু তৃতীয় ওভারে অতিরিক্ত রান যাওয়ায় ৩ ওভারে আফগানিস্তানের রান হয়ে যায় ১৫। যদিও পরের তিন ওভারে নিয়ন্ত্রণ রেখে পাওয়ার প্লেতে অল্প রানেই দিয়েছেন বাংলাদেশের বোলাররা।
৬ ওভার শেষে বিনা উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ২৭ রান। রহমানউল্লাহ গুরবাজ ১২ ও ইব্রাহিম জাদরান ১০ রানে ব্যাটিং করছেন। যদিও এই জুটি ভাঙার সুযোগ তৈরি করেছিলেন সাকিব আল হাসান, কিন্তু তার বলে ওঠা ক্যাচ নিতে পারেননি তাওহিদ হৃদয়।