৫৮ বছর পর বতসোয়ানায় ক্ষমতাসীন দলের পরাজয়
প্রায় ছয় দশক ধরে ক্ষমতায় থাকা বতসোয়ানার রাজনৈতিক দল বোতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) প্রথমবারের মতো বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ৫৮ বছর পর দেশটিতে হয়েছে ক্ষমতার পালাবদল। দীর্ঘদিন ধরে বিরোধী দলে থাকা আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জ (ইউডিসি) এবার ক্ষমতায় আসীন হয়েছে।
৫৪ বছর বয়সী দুমা বোকো, বিদায়ী প্রেসিডেন্ট মোখেসি মাসিসিকে পরাজিত করে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
মাসিসি এই পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি অডিও ক্লিপে বোকোকে ফোনে মাসিসি জানান, "আগামীকাল থেকে আমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।"
চলতি সপ্তাহে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৬১টি নির্বাচনী আসনের মধ্যে ৫৫টির ফল প্রকাশ হয়েছে, যার মধ্যে ৩২টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিসি। আর মাত্র চারটি আসনে জয় পেয়ে সর্বশেষ অবস্থান চারে আছে বিডিপি।
শপথ গ্রহণের পর প্রথম বক্তব্যে বোকো বলেন, "এই বিপুল দায়িত্ব আমাকে যে আস্থার ভিত্তিতে প্রদান করা হয়েছে, তা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।"
বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে অর্থনৈতিক অসন্তোষই মূলত বিডিপির পতনের কারণ হিসেবে কাজ করেছে।
আফ্রিকার অনেক দেশের মতোই বতসোয়ানার অর্থনীতিও প্রধানত একটি একক পণ্যের ওপর নির্ভরশীল—হীরার রপ্তানি। তবে অন্যান্য দেশের তুলনায় বতসোয়ানার নেতৃত্ব অর্থ ব্যয়ে সংযম প্রদর্শন করেছে, যা স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক কল্যাণে বিনিয়োগে কাজে লেগেছে। ২০২৩ সালে বতসোয়ানার মাথাপিছু জিডিপি ছিল ৭ হাজার ২৫০ মার্কিন ডলার, যেখানে সাব-সাহারান আফ্রিকার গড় মাথাপিছু আয় ৪ হাজার ৮০০ মার্কিন ডলার।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন