করোনায় আক্রান্ত দ. আফ্রিকা ক্রিকেটার, ম্যাচ স্থগিত
করোনাভাইরাসের দাপট থামছেই না। পাণঘাতী এই ভাইরাস এবার থাবা বসিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে। প্রোটিয়া একজন ক্রিকেটারের শরীরে করোনা শনাক্ত হওয়ায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৪ ডিসেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর ৫০ মিনিট আগে জানানো হয়, দক্ষিণ আফ্রিকা দলের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত।
ওয়ানডে সিরিজ শুরুর আগে নিয়ম অনুযায়ী গত বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার করোনা পজিটিভ হন। এরপর দুই ক্রিকেট বোর্ডের সম্মতিতে পিছিয়ে দেওয়া হয় প্রথম ওয়ানডে। ম্যাচটি আগামী ৬ ডিসেম্বর পার্লে অনুষ্ঠিত হবে।
দুই দলের স্বাস্থ্যগত নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। কোন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন, সেটা নিশ্চিত করেনি দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বলেছে, 'দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মতিতে প্রথম ওয়ানডে স্থগিত করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।'
নতুন সূচি অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে, ৭ ডিসেম্বর দ্বিতীয় ও ৯ ডিসেম্বর শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।
একজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও পুরো দক্ষিণ আফ্রিকার দলই ঝুঁকির মধ্যে পড়ে গেছে। কারণ অনুশীলন থেকে শুরু করে হোটেলসহ সবখানেই দলের সঙ্গে ছিলেন তিনি। বাকিদের অবস্থা জানতে আজ আবারও করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া ম্যাচের ভেন্যু কেপটাউন ও পার্লের করোনা পরিস্থিতিও ভাবাচ্ছে দুই দলকে। এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।