মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট মিথিলার মাথায়
দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ইউনিভার্সে'র জাতীয় পর্যায়ের আয়োজন 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০'-এর মুকুট জয় করলেন তানজিয়া জামান মিথিলা।
এ বছরের ১৬ মে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য 'মিস ইউনিভার্স ২০২০' প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
এদিকে, প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন যথাক্রমে ফারজানা ইয়াসমিন অনন্যা ও ফারজানা আক্তার অনি।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে বিশেষ বিচারক হিসেবে হাজির হয়ে বিজয়ীর মাথায় মুকুট তুলে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজি সাব্বির।