সুপার ওভার জিতে সুপার লিগে মোহামেডান
বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য কমে গেল ১০ ওভার। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে রান তুললো, খেলাঘর সমাজ কল্যাণ সমিতিও সেখানেই গিয়ে থামলো। টাই হওয়ায় খেলা গড়ালো সুপার ওভারে। ৬ বলের লড়াইয়ে আব্দুল মজিদ ও ইরফান শুক্কুরের ব্যাটে শেষ হাসি উঠলো মোহামেডানের মুখে।
বুধবার বিকেএসপির চার নম্বর মাঠে সুপার ওভারে খেলাঘরকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগে উঠলো ঐতিহ্যবাহী দলটি। ১০ ম্যাচে ৬ জয়ে মোহামেডানের পয়েন্ট ১৩, একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় তারা। সুপার ওভারে মোহামেডানকে ১৪ রানের লক্ষ্য দেয় খেলাঘর। শুক্কুর ৮ ও মজিদ ৬ রান করে দলকে জেতান।
সুপার ওভারে বোলিং করেন খেলাঘরের পেসার খালেদ আহমেদ। তার করা প্রথম বলেই ছক্কা মারেন শুক্কুর। পরের বলে এক রান নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তৃতীয় বলে ২ রান নেওয়া মজিদ চতুর্থ বলে চার মারেন। পঞ্চম বলে তাকে ফেরান খালেদ। শেষে বলে এক রান নিয়ে মোহামেডানকে জয় এনে দেন শুক্কুর।
এরআগে ১০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ম্যাচ সেরা আব্দুল মজিদের ৫৭ রানের পরও ৮৮ রানে থেমে যায় মোহামেডান। খেলাঘরের ডানহাতি পেসার ইরফান হোসনের বোলিং তোপে দলটির আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ পাঁচ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। এর মধ্যে একজন অপরাজিত ছিলেন। ইরফান ২ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪টি উইকেট নেন।
জবাবে ৫ উইকেটে খেলাঘরও ৮৮ রান তোলে। অধিনায়ক জহুরুল ইসলাম অমি ২৮, মেহেদী হাসান মিরাজ ১৩ ও মাসুম খান ৩৩ রান করেন। তাসকিন আহমেদ ২টি এবং শুভাগত হোম ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট নেন।
পয়েন্ট তালিকায় সবার উপরে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১০ ম্যাচে ৮ জয়ে তাদের পয়েন্ট ১৬। দ্বিতীয় অবস্থানে থাকা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ১৩। ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে আবাহনী লিমিটেড।