জোড়া গোলে রেকর্ড উদযাপন মেসির
কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে যেন গোলের দেখাই মিলছিল না। অনেক চেষ্টার পরও কোনো ম্যাচে একটির বেশি গোল দিতে পারেনি আর্জেন্টিনা। তাতে অবশ্য বিপদ হয়নি, দুই জয় ও এক ড্রয়ে শেষ আট নিশ্চিত হয়ে যায় তাদের। নির্ভার হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে গোল উৎসব করলো লিওনেল মেসির দল। বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে 'এ' গ্রুপের ম্যাচে কুইয়াবার অ্যারেনা পানতানালে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন মেসি। একটি করে গোল করেন আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্তিনেস। বলিভিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন এরউইন সাভেদ্রা।
শেষ আটের টিকেট আগেই মিলেছিল, এই জয়ে 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করলো লিওনেল স্কালোনির দল। 'বি' গ্রুপের চতুর্থ দল হিসেবে নকআউট পর্বে ওঠা ইকুয়েডরের বিপক্ষে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বলিভিয়াকে উড়িয়ে দেওয়ার রাতে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার দখলে। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেললেন তিনি। ১৪৭ ম্যাচ খেলা হাভিয়ের মাসচেরানো এখন দুইয়ে।
দারুণ প্রাপ্তির উদযাপনটাও অসাধারণ হলো মেসির। মাসচেরানোকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচে জোড়া গোল করা ছাড়াও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। মেসির আলো ছড়ানোর রাতে আরও ব্যবধানে জিততে পারতো আর্জেন্টিনা। কিন্তু দেয়াল তুলে দাঁড়ানো বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পের কারণে তা হয়নি।
বলিভিয়াকে নিয়ে রীতিমতো খেলেছে আর্জেন্টিনা। বল দখল, আক্রমণ সাজানোয় বলিভিয়ার চেয়ে অনেক এগিয়ে ছিল কোপার ১৪ বারের চ্যাম্পিয়নরা। ৬৮ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন মেসিরা। গোলমুখে আর্জেন্টিনা ১৮টি শট নেয়, এর মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে বলিভিয়ার নেওয়া ৫টি শটের ২টি ছিল লক্ষ্যে।