১২ কেজির সিলিন্ডারে ২২৪ টাকা ঘাটতির দাবি এলপিজি অপারেটরদের
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসির) ঘোষিত মূল্য হারে প্রতি ১২ কেজি সিলিন্ডারে জ্বালানি মূল্য ছাড়া অপারেশনের বিভিন্ন পর্যায়ে ২২৪ টাকা ঘাটতি রয়েছে বলে দাবি করেছে এলপিজি অপারেটররা।
সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে এই তথ্য জানায় এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এর প্রতিনিধিরা।
ঘাটতি পোষানোর জন্য গণশুনানিতে ৬টি ক্ষেত্রে মূল্য বৃদ্ধির দাবি জানান বসুন্ধরা এলপিজির নির্বাহী পরিচালক জাকারিয়া জালাল।
একই সঙ্গে লোয়াব প্রতিনিধিরা মাসে মাসে অটোগ্যাসের দাম পরিবর্তন না করার দাবি জানান।
সেপ্টেম্বর থেকে এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ৩ টাকা ৩৫ পয়সা করে বাড়িয়েছে সরকার। এ জন্য চলতি মাস থেকে কেনা প্রতি ১২ কেজি সিলিন্ডারের জন্য ৪০ টাকা বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের।
আগস্টে যেখানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯৯৩ টাকা সেখানে পহেলা সেপ্টেম্বর থেকে তা ১০৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে। এই নিয়ে গত তিনমাসে টানা তিন বার এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার।
গণশুনানিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।